শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
খালিয়াজুরীতে বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন তানোরে প্রবাসীর স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ কচাকাটায় বেগম জিয়ার দোয়া মাহফিলেও ভিন্ন-ভিন্ন দলের ৩ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান  বেগম খালেদা জিয়ার স্মরণে রামগড় প্রবীণ বিএনপি উপদেষ্টা কমিটির দোয়া মাহফিল জাতীয় নির্বাচনের পর ময়মনসিংহে “প্রেসক্লাব ফর প্রেসম্যান” সংস্কারের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক সলঙ্গায় গণভোট প্রচারণায় উঠান বৈঠক অনুষ্ঠিত  কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ কচাকাটায় দেশনেত্রী বেগম জিয়ার দোয়া মাহফিলে ভিন্নভিন্ন দলের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান জয়পুরহাটে গণভোটের প্রচারণায় র‍্যালী ও লিফলেট বিতরণ সান্তাহারে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার 

আন্তর্জাতিক অঙ্গনে দাপিয়ে বেড়াচ্ছে তরুণ লেখক ও কথা সাহিত্যিক শাম্মী তুলতুল

Reporter Name / ১৬২ Time View
Update : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

 

মোঃমাসুদ রানা, নিজস্ব প্রতিবেদকঃ

শিরোনাম লেখালেখি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দাপিয়ে বেড়াচ্ছেন মিষ্টি মেয়ে শাম্মী তুলতুল। লেখাপড়ায় চরম ফাঁকিবাজ ছিলেন। টিচার এলে নানা অজুহাতে তাড়াতেন। কিন্তু অতি ভালো রেজাল্ট না করেও তিনি ভালো ফলাফল করে দেশ সেরা কলেজের ছাত্রী ও বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যক। বলছি  বীর চট্টলার কৃতি সন্তান মিষ্টি মেয়ে তরুণ লেখক ও কথা সাহিত্যিক শাম্মী তুলতুল।  তিনি একাধারে একজন লেখক, কবি, উপন্যাসিক, গল্পকার, শিশু সাহিত্যিক, নজরুল অনুরাগী, রেডিও অনুষ্ঠান পরিচালক, খবর পাঠিকা ও দাবা খেলোয়াড়। বাংলাদেশের  জনপ্রিয় জাতীয় পত্রিকায় লিখছেন ছোটবেলা থেকেই  যেমন,  কালের কন্ঠ, প্রথম আলো। বাংলাদেশ প্রতিদিন, ইত্তেফাক, খোলা কাগজ, প্রতিদিনের সংবাদ, এন টিভি অনলাইন, মানবকন্ঠ, আজাদী, পূর্বকোণ,  সরকারী পত্রিকা শিশু, নবারুণ সহ অন্যান্য পত্রিকায়। তাছাড়া  তিনি এপার বাংলা আর ওপার বাংলা দুই জায়গায় সমান তালে লেখনি দিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন। তাকে দুই বাংলার জনপ্রিয়  লেখকও বলা হয়ে থাকে। লিখছেন  জার্মানি, সিংগাপুর, অস্ট্রেলিয়ার, নিউইয়র্ক, প্যারিসের  বাংলা পত্রিকা গুলোতেও। তার জন্ম একটি সাহিত্য, সাংস্কৃতিক রাজনৈতিক, মুক্তিযোদ্ধা ও অভিজাত পরিবারে। বুকের ভেতর রয়েছে অফুরন্ত গল্পের বাস। সে সব গল্প বলে যেতে চান তার লেখায়। জন্ম চট্টগ্রামে হলেও গ্রাম রাউজান। গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে বিখ্যাত নদী হালদা। যার স্রোতের  সাথে জুড়ে আছে একেক গল্প। তার মতে এসব গ্রামীণ গল্পই আমাদের প্রাণ, চলার পথে শেখার ভিত্তি। সে তার প্রতিটি লেখনীতে সমাজ পরিবর্তনের কোন না কোন ম্যাসেজ রাখেন। তিনি প্রতিনিয়ত পত্রিকায় ফেসবুকে সামাজিক অসংগতি নিয়ে প্রতিনিয়ত লিখে যাচ্ছেন। লেখালেখির হাতেখড়ি ছোট থেকেই পত্রিকা দিয়ে শুরু।

একটি রক্ষনশীল পরিবার থেকে উঠে এসে নিজেকে সাহিত্যিক হিসেবে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন।। খুব অল্প বয়সেই তিনি দেশ ও দেশের বাইরে তার লেখনি দিয়ে জয় করছেন অজশ্র মানুষের ভালোবাসা। তার দাদাও একজন লেখক, শিক্ষক, বৃটিশ বিরোধী আন্দোলনের নেতা ছিলেন। নানী ও কাজী লতিফা হক বেগম পত্রিকার সুপরিচিত   লেখক ছিলেন।

উল্লেখ্য যে, দাদা  আব্দুল কুদ্দুস মাষ্টার কবি কাজী নজরুল ইসলামের বাল্য কালের বন্ধু  ছিলেন। এর উপর ভিত্তি করে তিনি লিখেছেন উপন্যাস একজন কুদ্দুস ও কবি নজরুল। এই পর্যন্ত তার বইয়ের সংখ্যা ১৬ টি। ভারতে প্রকাশিত হয়েছে ২০২২ কলকাতা বইমেলায় তার গল্পের বই “নরকে আলিঙ্গন”।বইটি পুরা ভারত জুড়ে ফ্লিপকার্ট  অনলাইনে পাওয়া যাচ্ছে। স্বরচিত ছড়া পাঠ করে প্রথম পুরস্কার অর্জন করেন শিশু বয়সেই।

একে একে লিখেছেন  উপন্যাস  চোরাবালির বাসিন্দা,  উপন্যাস পদ্মবু, প্রেমের উপন্যাস মনজুয়াড়ি এই বইগুলো যথেষ্ট পাঠক প্রিয়তা পেয়ে বেষ্ট সেলার হয়েছে । লেখালেখির জন্য  পেয়েছেন অনেক জাতীয় আর আন্তর্জাতিক পুরস্কার। উল্লেখ্যযোগ্য পুরষ্কার হলো  মাদার তেরেসা এওয়ার্ড, মহাত্মাগান্ধী পিস এওয়ার্ড,  সাউথ এশিয়া গোল্ডেন পিস এওয়ার্ড, নজরুল অগ্নীবীনা সাহিত্য পুরস্কার, দাদা সাহেব ফালকে এওয়ার্ড ( ভারত), সোনার বাংলা সাহিত্য সম্মাননা, রোটারী সম্মাননা, নারী দিবসে নারী সম্মাননা, সুপারস্টার এওয়ার্ড,  সিলেট জাগো দুর্গা সম্মাননা (ভারত), পর্যটন নগরী খাগড়াছড়ি জেলা প্রশাসক সম্মাননা, ভালোবেসে খাছড়াছড়ির পাঠকরা  তাকে রাজকন্যা উপাধি দিয়েছিলেন। স্বাধীবাংলা সাহিত্য সম্মাননা, নারী দিবসে পেয়েছেন উইমেন পাওয়ার লিডারশীপ এওয়ার্ড ২০২৫, সাইথ এশিয়া গোল্ডেন পিস এওয়ার্ড /সাইথ এশিয়া গোল্ডেন সিনে স্টার এওয়ার্ড ২০২৫,  ময়ূরপঙ্খী স্টার এওয়ার্ড ২০২৫, প্রকাশনা সংস্থা বাঙালি সাহিত্য সম্মাননা, রাউজাম মোহাম্মদপুর হাই স্কুল  সম্মাননা সহ আরও অসংখ্য  পুরস্কার। শিশু- কিশোরদের জন্য সফল একজন গল্পকার তুলতুল। বড়দের পাশাপাশি শিশুদের জন্য লিখছেন প্রচুর। বাংলাদেশের সকল বই পাওয়া যাচ্ছে অনলাইন বইয়ের বাজার রকমারি ডট কম, প্রথম আলোর অনলাইন ওয়েবসাইট প্রথমা ডট কম, দারাজ ডট কমে। জনপ্রিয় ই বুক  বইঘরে তার বই যেখোনো  প্রান্ত থেকে তার পাঠকরা পড়তে পারবেন। তিনি চট্টগ্রাম টেলিভিশনে নিয়মিত আবৃত্তি ও করে থাকেন। তার লিখিত গল্প পিঁপড়ে ও হাতির যুদ্ধ  জনপ্রিয় টিভি চ্যানেল দিপ্ত টিভিতে নাটক হিসেবে প্রকাশিত হয়। তাছাড়া তার রচনায় লাল শরবত নাটক প্রচারিত হয় সিটি এফএমএ। তিনি কিছুদিন আগে বেগম রোকেয়া চরিত্রে একটি ম্যাগাজিনের কাভার মডেল হন।  তিনি বলেন, বেগম রোকেয়া আমাদের আইডল। তাঁর  চরিত্রে মডেল হতে পেরে একজন লেখক হিসেবে আমি গর্বিত। সব চেয়ে বড় কথা তিনিও লেখক ছিলেন। তিনি বলেন, লেখনি দিয়ে বিশ্বে নিজেকে তুলে ধরতে চান । আর সব সময় দেশকে প্রমোট করতে চান তুলতুল। তিনি একজন ফ্যাশন সচেতন লেখিকাও। তিনি তাই সব সময় দেশীয় কাপড় পারিবারিক ঐতিহ্য  দেশীয়  জামদানি, তাঁত, পাহাড়ি কাপড় পরিধান করেন। চট্টগ্রামের মেয়ে হয়ে পুরো বাংলাদেশ ভারত এবং আন্তর্জাতিক  অঙ্গনে নিজ লেখা দিয়ে বেশ  প্রশংসা কুড়িয়েছেন তিনি। লেখালেখিকে আপন ঠিকানা করে আরও সামনে এগিয়ে যেতে চান তুলতুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর