বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
লংগদুতে নেটওয়ার্ক ও বিদ্যুৎ বিচ্ছিন্ন দূর্গম ভোটকেন্দ্র সমূহ পরিদর্শনে ইউএনও  মোহনগঞ্জে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে ভুক্তভোগী সংবাদ সম্মেলন রায়গঞ্জে ট্রাক চাপায় বৃদ্ধার মৃত্যু  খাগড়াছড়িতে ইয়াকুব আলী চৌধুরীকে হত্যার চেষ্টা নিন্দা ও প্রতিবাদ সিএইচটির খাগড়াছড়িতে সাংবাদিকদের নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ এনসিপি নেতার আবেদনে সিংড়া পৌরসভা পেল ৪০ লক্ষ টাকার বরাদ্দ হাটিকুমরুল প্রেসক্লাবের কমিটি গঠন: সভাপতি জাকির, সম্পাদক মোর্শেদ সিংড়ার গ্রাম-গঞ্জে কম্বল বিতরন করছেন ইউএনও  বারবার একই ব্যক্তির প্রশিক্ষণ, বঞ্চিত অভিজ্ঞ সাংবাদিকরা : বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের প্রশিক্ষণ নির্বাচন নিয়ে প্রশ্ন হাতীবান্ধা সীমান্তে বিজিবি’র নতুন বিওপি উদ্বোধন

ছাত্রদলনেতা পারভেজকে হত্যার প্রতিবাদে নন্দীগ্রামে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

Reporter Name / ৮৫ Time View
Update : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

আরাফাত হোসেন নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ, হত্যায় জড়িতোদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবী, এবং সারাদেশে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ ও তাদের দোসরদের নাশকতার ও বিশৃঙ্খলা সৃষ্টি চেষ্টা করার প্রতিবাদে নন্দীগ্রাম উপজেলা ও পৌর ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০এপ্রিল) নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সভাপতি মো: জুয়েল রানার নেতৃত্বে একটি ঝটিকা মিছিল বের হয়। উক্ত মিছিলে অংশগ্রহণ করেন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নুরনবী, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি  নবীর শেখ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন শেহজাদ, পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, সিজান আহমেদ, পৌর ছাত্রদল নেতা এনামুল হক, শাকিল, কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক আফিফ, সায়েম আহমেদ, ছাত্রদল নেতা মোঃ জুয়েল রানা, বাইজিদ আহমেদ, ১নং বুড়ইল  ইউনিয়ন ছাত্রদল নেতা কুদ্দুস, সোহান আকাশ, মাহফুজ মিলন, নং সদর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাইম ৩নং ভাটরা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়ক, ওমর ফারুক ,  রাকিবুল ইসলাম তাহান, সবুজ আহমেদ , আলিম, ৫নং ভাটগ্রাম ইউনিয়ন ছাত্রদল নেতা সুমন সরকার, সাব্বির, ছাত্রনেতা বাইজিদ আহমেদ, সাব্বির ইসলাম সৈকত প্রমুখ।

ছাত্রদল নেতা পারভেজ হত্যার বিচার চাই,

আমার ভাই কবরে খুনি কেনো বাহিরে,

আমার ভাই মরলো কেন প্রশাসন জবাব চাই সহ

মিছিলে বিভিন্ন স্লোগান তোলেন ছাত্রদল নেতারা।

মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড চত্বরে এসে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় ছাত্রদল নেতারা বলেন, পারভেজ ছিল ছাত্রদলের একজন সক্রিয় কর্মী ও মেধাবী শিক্ষার্থী। তার মতো একজন তরুণকে হত্যার দায় এড়াতে পারে না কেউ। আমরা অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, গত শনিবার বিকেল রাজধানীর বনানীতে ছুরিকাঘাতে খুন হন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ। তার বাড়ি ময়মনসিংহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর