বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
লংগদুতে নেটওয়ার্ক ও বিদ্যুৎ বিচ্ছিন্ন দূর্গম ভোটকেন্দ্র সমূহ পরিদর্শনে ইউএনও  মোহনগঞ্জে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে ভুক্তভোগী সংবাদ সম্মেলন রায়গঞ্জে ট্রাক চাপায় বৃদ্ধার মৃত্যু  খাগড়াছড়িতে ইয়াকুব আলী চৌধুরীকে হত্যার চেষ্টা নিন্দা ও প্রতিবাদ সিএইচটির খাগড়াছড়িতে সাংবাদিকদের নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ এনসিপি নেতার আবেদনে সিংড়া পৌরসভা পেল ৪০ লক্ষ টাকার বরাদ্দ হাটিকুমরুল প্রেসক্লাবের কমিটি গঠন: সভাপতি জাকির, সম্পাদক মোর্শেদ সিংড়ার গ্রাম-গঞ্জে কম্বল বিতরন করছেন ইউএনও  বারবার একই ব্যক্তির প্রশিক্ষণ, বঞ্চিত অভিজ্ঞ সাংবাদিকরা : বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের প্রশিক্ষণ নির্বাচন নিয়ে প্রশ্ন হাতীবান্ধা সীমান্তে বিজিবি’র নতুন বিওপি উদ্বোধন

রামগতিতে তাঁতী লীগের আহবায়কই এখন জিয়া মঞ্চের আহবায়ক!

Reporter Name / ১১৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

 

মোখলেছুর রহমান ধনু

রামগতি -কমলনগর (লক্ষ্মীপুর)প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়ন তাঁতী লীগের আহবায়ক মীর মো. জিয়াউর রহমান (সুমন) হঠাৎ করেই এখন রামগতি উপজেলা জিয়া মঞ্চের আহবায়ক! এমন নাটকীয় রূপান্তর রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি করেছে তীব্র আলোচনার ঝড়।

 

 

জানা গেছে, চলতি বছরের ১৬ জুলাই তারিখে লক্ষ্মীপুর জেলা জিয়া মঞ্চের আহবায়ক মাসুদুর রহমান রুবেল এবং সদস্য সচিব মোহাম্মদ নাজিম উদ্দীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে সুমনকে রামগতি উপজেলা জিয়া মঞ্চের ভারপ্রাপ্ত আহবায়ক হিসেবে মনোনীত করা হয়।

 

 

কিন্তু এখানেই চমক! মাত্র কয়েক সপ্তাহ আগেও মীর জিয়াউর রহমান সুমন ছিলেন আওয়ামী লীগের সহযোগী সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন পর্যায়ের আহবায়ক। দলীয় সূত্র জানায়, ৫ আগস্টের পর স্থানীয় আওয়ামী লীগ এবং তার অঙ্গসংগঠনের বেশিরভাগ নেতাকর্মী এলাকা ছেড়ে আত্মগোপনে গেলে সুমন হঠাৎ করেই বিএনপির ব্যানারে প্রকাশ্যে আসেন। এরপর থেকেই শুরু হয় তীব্র সমালোচনা এবং বিতর্ক।

 

 

বিএনপি ও সহযোগী সংগঠনের অনেকেই এই মনোনয়নকে ভালোভাবে নেয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিএনপি নেতা অভিযোগ করে বলেন, “দলের কিছু নেতা এখন টাকা নিয়ে পদ বিক্রি করছেন। নইলে একজন আওয়ামী লীগ নেতা কিভাবে বিএনপির মত একটি গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠনের আহবায়ক হন?”

 

 

তাদের প্রশ্ন, “বিএনপিতে কি নেতা-কর্মীর এতই অভাব পড়েছে যে আওয়ামী লীগের লোকজনকেই নেতৃত্বে বসাতে হবে?”

 

 

বিএনপির অভ্যন্তরে অনেকেই মনে করছেন, এই ধরনের বিতর্কিত মনোনয়ন দলীয় আদর্শ ও জনভিত্তিকে ক্ষতিগ্রস্ত করছে। পাশাপাশি নেতাকর্মীদের মনোবলও দুর্বল হয়ে পড়ছে।

 

 

অন্যদিকে, মীর জিয়াউর রহমান সুমনের এমন আচরণকে “রাজনৈতিক সুবিধাবাদিতা” বলেই আখ্যা দিচ্ছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। কেউ কেউ বলছেন, “সরকার পরিবর্তনের পরপরই দলের রঙ পাল্টানো এখন যেন একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর