শিশু সুরক্ষা বিষয়ে ওয়ার্ল্ড ভিশনের মতবিনিময় সভা
মোঃউজ্জল হোসেন
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
ধামইরহাটে শিশু সুরক্ষা বিষয়ে ওয়ার্ল্ড ভিশন কর্তৃপক্ষেন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ১০টায় ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি কার্যালয়ে এপি ম্যানেজার মানুয়েল হাসদার সভাপতিত্তে অনুষ্ঠিত সভায় স্থানীয় সাংবাদিকগন অংশ গ্রহন করেন। এসময় উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার নাথন চৌকিদার, মুকুল বৈরাগি, ডেভিড সাংমা,রোজলিন কোরাইরা,শারমিন আকতার সুরভি সহ অফিস স্টাফগন। এপি ম্যানেজার বিভিন্ন কার্যক্রম মাল্টিমিডিয়ার মাধ্যমে তুলে ধরেন। ওয়ার্লড ভিশনের বিভিন্ন কারযক্রমের বিষয়ে বক্তব্য প্রদান করেন ধামইরহাট উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম,এ,মালেক, ধামইরহাট প্রসক্লাব সভাপতি আঃ রাজ্জাক, মডেল প্রেস ক্লাবের সভাপতি অরিন্দম মাহমুদ, সাংবাদিক ইউনিয়ন সদস্য সচিব মমিনুল ইসলাম, সাংবাদিক রিফাতুল হাসান সৈকত সাংবাদিক শহিদুল ইসলাম, সাংবাদিক মুস্তাফিজুর রহমান বাবু এবং মোঃ নূরসাইদ প্রমুখ। ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তা ও সাংবাদিকগন একে অপরকে ধন্যবাদ ওকৃতজ্ঞতা জানান।








