তারুণ্যের উৎসব-২০২৫ অনুষ্ঠিত হলো দীঘিনালায়
মোঃ হাচান আল মামুন দীঘিনালা খাগড়াছড়ি প্রতিনিধি
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানে উদযাপন
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় আজ সকাল ১১টায় দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো “তারুণ্যের উৎসব-২০২৫”। তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণে দেশ গঠনের বার্তা ছড়িয়ে দিতে এই উৎসবের আয়োজন করা হয়।
এই উৎসবের মূল প্রতিপাদ্য ছিল: “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”। উৎসবে নানা রকম কর্মসূচির আয়োজন করা হয়, যার মধ্যে ছিল:
আমার স্কুল, পরিচ্ছন্ন স্কুল
প্রাথমিক স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন।
চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা,
প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা,
সবুজ বিদ্যালয় ক্যাম্পেইন,
সকল শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষ রোপণ কর্মসূচি
পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
উৎসবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম বদিউজ্জামাল, উপজেলা বিডি বিডি ক্লিন সমন্বয়ক মোঃ মেহেদী, সদস্য ইব্রাহিম ও শাকিল আহমেদ।
এই আয়োজনটি বাস্তবায়নে সহায়তা করে বাংলাদেশের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং তারুণ্যের উৎসব ৩০-এর বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা, স্বাস্থ্য সচেতনতা, দেশপ্রেম ও নেতৃত্ব গড়ে তুলতে এই উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।








