মোঃ হাচান আল মামুন দীঘিনালা খাগড়াছড়ি প্রতিনিধি
"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" স্লোগানে উদযাপন
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় আজ সকাল ১১টায় দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো "তারুণ্যের উৎসব-২০২৫"। তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণে দেশ গঠনের বার্তা ছড়িয়ে দিতে এই উৎসবের আয়োজন করা হয়।
এই উৎসবের মূল প্রতিপাদ্য ছিল: "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই"। উৎসবে নানা রকম কর্মসূচির আয়োজন করা হয়, যার মধ্যে ছিল:
আমার স্কুল, পরিচ্ছন্ন স্কুল
প্রাথমিক স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন।
চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা,
প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা,
সবুজ বিদ্যালয় ক্যাম্পেইন,
সকল শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষ রোপণ কর্মসূচি
পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
উৎসবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম বদিউজ্জামাল, উপজেলা বিডি বিডি ক্লিন সমন্বয়ক মোঃ মেহেদী, সদস্য ইব্রাহিম ও শাকিল আহমেদ।
এই আয়োজনটি বাস্তবায়নে সহায়তা করে বাংলাদেশের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং তারুণ্যের উৎসব ৩০-এর বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা, স্বাস্থ্য সচেতনতা, দেশপ্রেম ও নেতৃত্ব গড়ে তুলতে এই উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।