সিরাজগঞ্জে ভাইরাল ডাকাতি: ৭ ডাকাত গ্রেফতার, নগদ টাকা ও অস্ত্র উদ্ধার
ফিরোজ আল আমিন
নিজস্ব প্রতিনিধি:
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া প্রাইভেটকার ডাকাতির ঘটনায় সিরাজগঞ্জ জেলা পুলিশ অভিযান চালিয়ে ৭ জন ডাকাতকে গ্রেফতার করেছে। গত ৩ অক্টোবর রাতে যমুনা সেতু পশ্চিম থানার ঝাঐল ওভারব্রিজ এলাকায় মহাসড়কে এই ডাকাতি সংঘটিত হয়।পুলিশ সুপার মোঃ ফারুক হোসেনের নির্দেশনায় একটি চৌকস দল নিরবচ্ছিন্ন অভিযানের মাধ্যমে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে এই ৭ জন ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলো: মোঃ আলী (২৩), আজাদুল মেম্বার (৩৭),মোঃ রাশিদুল (৩০),মোঃ আশরাফুল (২৩),মোঃ আইয়ুব (২৩),শাহ আলী (২৯) ও মোঃ বাবু (৩৫)।
পুলিশ জানায়, এই ডাকাতরা দীর্ঘদিন ধরে মহাসড়কে ডাকাতি করে আসছিল। জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং তিন জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে।গ্রেফতারের সময় তাদের কাছ থেকে নগদ ২২,৫০০ টাকা, লুণ্ঠিত ৩টি মোবাইল ফোন এবং ডাকাতিতে ব্যবহৃত একটি রামদা উদ্ধার করা হয়েছে। জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।








