তানোরে প্রবাসীর স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ
স্টাফ রিপোর্টার :
রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় প্রবাসীর স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টা, জমির সীমানা পিলার অপসারণ, গাছ কেটে নেওয়া ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ১৫ জানুয়ারি সকালে তানোর উপজেলার শিবরামপুর গ্রামে নিজ বাড়িতে অবস্থানকালে সুফিয়া বেগম ও তার পুত্রবধূর ওপর প্রতিবেশীরা হামলা ও হুমকি দেন। অভিযোগে বলা হয়, মো. নজরুল ইসলাম, তার ছেলে মতিউল ইসলাম (শিশির), আব্দুল হালিম ও রতন মুন্ডা জোরপূর্বক সুফিয়া বেগমের ভোগদখলীয় জমির সীমানা পিলার তুলে ফেলেন। এ সময় অকথ্য ভাষায় গালিগালাজ, প্রাণনাশের হুমকি এবং শ্লীলতাহানির চেষ্টা করা হয়। একই সঙ্গে তার সীমানার ভেতরে থাকা একটি নিমগাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।
ভুক্তভোগী সুফিয়া বেগম জানান, তার স্বামী প্রবাসে থাকায় বাড়িতে কোনো পুরুষ সদস্য না থাকার সুযোগ নিয়ে অভিযুক্ত মতিউল ইসলাম শিশির তাকে শ্লীলতাহানির চেষ্টা করে এবং হত্যার হুমকি দেয়। তিনি বলেন, (সুফিয়া বেগম )আমাকে বলা হয়েছে, তোকে আমি দেখে নেব। এ ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে দুজন সাক্ষীর নাম অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত মতিউল ইসলাম শিশিরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কমলেশ বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।








