লংগদুতে নেটওয়ার্ক ও বিদ্যুৎ বিচ্ছিন্ন দূর্গম ভোটকেন্দ্র সমূহ পরিদর্শনে ইউএনও
মোঃ এরশাদ আলী, লংগদু,(রাঙামাটি) :-
রাঙামাটি পার্বত্য জেলার লংগদুতে যাতায়াত বিচ্ছিন্ন বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বিহীন দুর্গম লেমুছড়ি ও পেরাছড়া এলাকায় অবস্থিত দুটি ভোটকেন্দ্র পরিদর্শন করলেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন।
১৪ জানুয়ারি (বুধবার) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে তিনি উপজেলার আটারকছড়া ইউনিয়নের লেমুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পেরাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র দুটি পরিদর্শন করেন।
উল্লেখ্য যে, এই দুটি ভোটকেন্দ্র দূর্গম অঞ্চলে হওয়ায় বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্কবিহীন এবং খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার সীমান্তবর্তী প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় যাতায়াতেও কষ্টকর। যাহা দীর্ঘ গাড়ি, নৌপথ ও পায়ে হেঁটে পাড়ি দিতে হয়। স্থানীয়দের মতে, এই প্রথম কোনো উপজেলা নির্বাহী কর্মকর্তা সরাসরি এসব দুর্গম ভোট কেন্দ্র পরিদর্শণে আসেন।
পরিদর্শণকালে আসন্ন নির্বাচন ও গণভোট ২০২৬ এর গুরুত্ব তুলে ধরে স্থানীয় জনগণের উদ্দেশ্যে সচেতনতা মূলক বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন বলেন, নির্বাচনে ভোটাধিকার প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষ যেন নির্বিঘ্নে ও নিরাপদে ও নির্বিঘ্নে উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে প্রশাসন কাজ করছে।

এছাড়াও তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও গ্রামবাসীদের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার সার্বিক অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা ও নাগরিক সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করেন।
এসময়ে তিনি নির্বাচনে স্থানীয়দের উদ্বুদ্ধ করতে স্থানীয় জনগণের মাতৃভাষায় ছাপানো গণভোট বিষয়ক লিফলেট বিতরণ করেন এবং শীতার্ত মানুষের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।
এসময় স্থানীয়রা ইউএনও’র এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত এই অঞ্চলে প্রশাসনের এমন সরাসরি উপস্থিতি দূর্গম অঞ্চলের জনগণের আস্থা বাড়িয়ে দিয়েছে।








