রায়গঞ্জে ট্রাক চাপায় বৃদ্ধার মৃত্যু
লোকমান হোসেন মিলন
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় হারান চন্দ্র মাহাতো (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ধামাইনগর ইউনিয়নের ক্ষিরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হারান চন্দ্র মাহাতো ক্ষিরতলা বাটিকামারী গ্রামের মৃত কালীচরণ মাহাতোর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পায়ের সমস্যায় ভোগা হারান চন্দ্র মাহাতো বাজার থেকে বাড়ি ফেরার পথে ক্ষিরতলা বাটিকামারি সড়কে ট্রাকচাপায় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।
এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে








