খাগড়াছড়িতে ইয়াকুব আলী চৌধুরীকে হত্যার চেষ্টা নিন্দা ও প্রতিবাদ সিএইচটির
মোঃমাসুদ রানা,বিশেষ প্রতিনিধিঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলায় বাংলাদেশ জামায়াত ইসলাম সংসদ সদস্য প্রার্থী ইয়াকুব আলী চৌধুরীর বাড়ির সামনে সংঘটিত ন্যাক্কারজনক ককটেল হামলার ঘটনায় সিএইচটি সম্প্রীতি জোট তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
আমরা মনে করি, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও সহাবস্থানের পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। রাজনৈতিক ভিন্নমত দমন কিংবা ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের হামলা গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের পরিপন্থী।
সিএইচটি সম্প্রীতি জোট অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের সহিংসতা রোধে প্রশাসনকে আরও কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছে।
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার পাশাপাশি সম্প্রীতি ও ভ্রাতৃত্ব স্থাপনে সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাই।








