শাজাহানপুরে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত
নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুর উপজেলায় ক্রীড়া ও তারুণ্যের মিলনমেলায় পরিণত হয়েছে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট ২০২৫–২৬। উপজেলার পারতেখুর উচ্চ বিদ্যালয় মাঠে সোনালী সংঘের উদ্যোগে টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচটি গতকাল উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
সেমিফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, আবু সানি শাহিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী রনি, যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, শাজাহানপুর উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল আরমান রাজু, আব্দুর রউফ, বিএনপি নেতা মন্টু বাশার, সোহেল হোসেন ও নাহিদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
খেলায় মুখোমুখি হয় মহাস্থান বিপুল একাডেমী ও খোদা বন্দ বালা দল। নির্ধারিত সময়ের খেলায় মহাস্থান বিপুল একাডেমী ৩–১ গোলের ব্যবধানে খোদা বন্দ বালাকে পরাজিত করে ফাইনালে ওঠার গৌরব অর্জন করে।








