খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর নির্বাচনী এলাকায় কোরাআন খতম ও দোয়া অনুষ্ঠিত
নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ
বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি দূর্গখ্যাত তার নিজস্ব নির্বাচনী এলাকা বগুড়ার শাজাহানপুরে চলছে চাপা কান্না আর শোকের আবহ।
সমস্ত নেতাকর্মীরা কথা বলার আগেই অঝোর ধারায় কাঁদছেন।
এই মহীয়সী নারীর মৃত্যুতে শাজাহানপুর উপজেলা মহীসুন্নাহ মাদ্রাসায় কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পুরা উপজেলা জুড়ে বিভিন্ন হেফজুল কোরআন মাদ্রাসা ও ইয়াতিম খানায় আজ মঙ্গলবার (৩০ডিসেম্বর) শতশত হাফেজে কোরআন দিনব্যাপী কোরআন তেলাওয়াত করেন।
দোয়া মুনাজাত শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন বলেন, মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে নেত্রী বেগম খালেদা জিয়া পরপারে চলে গেছেন।আমরা উপজেলাবাসি এবং দেশবাসী আমাদের প্রিয় মাকে একই সাথে অভিভাবক হারালাম।
মহান আল্লাহ যেন আমাদের এই শোককে সহ্য করার শক্তি দান করেন। এবং আমাদের প্রিয় নেত্রীকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন।
দোয়া মাহফিলের জনসাধারণের সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দ।








