ওয়ারিশানদের ঠকিয়ে আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে পৈত্রিক জমি জবরদখলের অভিযোগ,
এ,কে,এম রুহুল আমিন, গফরগাঁওঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ধোপাঘাট এলাকায় ওয়ারিশানদের বঞ্চিত করে পৈত্রিক সম্পত্তির জমি জবরদখলের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, প্রভাবশালীদের পেশীশক্তির কাছে তারা অসহায় হয়ে পড়েছেন। ন্যায্য পাওনা ফিরে পেতে তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধুপাঘাট এলাকার মৃত ছাবেদ আলী (পিতা: মৃত জুবেদ আলী), গ্রাম—ধোপাঘাট, ডাকঘর—পাঁচুয়া, ৬ নং রাওনা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড, থানা—গফরগাঁও, জেলা—ময়মনসিংহের উত্তরাধিকারীদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি বণ্টন নিয়ে বিরোধ চলে আসছে।
অভিযোগ রয়েছে, পরিবারের প্রভাবশালী এক পক্ষ—মোঃ ছমির উদ্দিন (৪০), শফিকুল ইসলাম (৩৮), সাগর হোসেন (৩৩), সর্বপিতা: আবুল কাশেম—অন্য ওয়ারিশানদের ঠকিয়ে পেশীশক্তির ব্যবহার করে মূল্যবান জমি দখলে নিয়েছে।
ভুক্তভোগী এক ওয়ারিশান বলেন, “আমাদের পৈত্রিক সূত্রে পাওয়া জমিতে জোরপূর্বক সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছে। বাধা দিতে গেলে নানাভাবে হুমকি-ধমকি দেওয়া হয়। এমনকি বণ্টননামা দলিল না করেই পুরো জমি ভোগদখলের চেষ্টা চলাছে।”
জমি জবরদখলের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। গ্রাম্য সালিশে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও প্রভাবশালী পক্ষটি তা অমান্য করে কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।
জানা গেছে, ভুক্তভোগীরা ইতোমধ্যে স্থানীয় থানা পুলিশ ও জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। পাশাপাশি বিষয়টি আদালতে গেলে মাননীয় আদালত নির্দিষ্ট দাগের জমির ওপর ১৪৪ ধারা জারি করে নিষেধাজ্ঞা দেন এবং আদেশের অনুলিপি গফরগাঁও থানার অফিসার্স ইনচার্জের কাছে পাঠানো হয়। তবে অভিযোগ রয়েছে, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দ্বিতীয় পক্ষ বারবার জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ অবস্থায় ভুক্তভোগী পরিবারগুলো ন্যায়বিচার নিশ্চিত করতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।








