রায়গঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের ৩২ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ৩২ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় যুব সমাজের আয়োজনে এ ধর্মীয় অনুষ্ঠানে বিপুল সংখ্যক ভক্ত ও ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে শ্রীশ্রী মহানামের উচ্চারণ, হরিনাম সংকীর্তন এবং অষ্টকালীন লীলা কীর্তনের মাধ্যমে ভক্তরা ভক্তিভাবনায় অংশ নেন। কয়েকদিনব্যাপী চলা এই আয়োজনে দেশের বিভিন্ন এলাকা থেকে কীর্তনীয়া দল অংশগ্রহণ করে ধর্মীয় পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।
আয়োজক কমিটির সভাপতি সুবল পোদ্দার জানান, সনাতন ধর্মের ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষা এবং ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতেই এই আয়োজন করা হয়েছে। সাধারণ সম্পাদক স্বপন কুমার রায় বলেন, শান্তি ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতেই নিয়মিতভাবে এ ধরনের ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে। উপদেষ্টা রামকৃষ্ণ গুন অনুষ্ঠানের সার্বিক সফলতায় সহযোগিতা করেন।
অনুষ্ঠান ঘিরে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।








