লংগদুতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন পালিত
মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :-
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উৎসব ও বিশ্বশান্তির প্রার্থনার মধ্য দিয়ে রাঙ্গামাটির লংগদুতে যিশু খ্রিস্টের জন্মদিন ‘শুভ বড়দিন’ উদযাপিত হয়েছে।
আজ (২৫ ডিসেম্বর) বৃহস্পতিবার সকালে উপজেলার আটারকছড়া ইউনিয়নের ডাঙ্গাবাজারস্থ ব্যাপ্টিক চার্চে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।
খ্রিষ্টান ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব “বড় দিন” এ উপলক্ষে ডানে আটারকছড়া ব্যাপ্টিষ্ট চার্চ পরিদর্শন ও সৌজন্য উপহার প্রদান করেন লংগদু থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া।
এসময়ে লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি,তদন্ত) স্বরজিত দেবনাথ সহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
সৃষ্টিকর্তার মহিমা প্রচারের মাধ্যমে মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে যিশুর পৃথিবীতে আগমনের এই স্মৃতিময় দিনটিতে বিশ্ব মানবতার কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলে প্রার্থনা সভা ও যিশুর বাণী পাঠ।
এসময় চার্চ কমিটির পক্ষ হতে অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়াকে ফুলেল শুভেচছা জানান খ্রিস্টান ধর্মাবলম্বীরা।
পরে বিকেলে লংগদু উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপ্টিক চার্জ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন।








