রাজশাহীর তানোর উপজেলায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
আশরাফুল ইসলাম রনজু তানোর (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর তানোরে আজ ১৬ই ডিসেম্বর আনন্দ-উল্লাসের মধ্যদিয়ে মহাস বিজয় দিবস উদযাপিত হয়েছে। নানান আয়োজনের মধ্যদিয়ে দিনটি উদযাপিত হয়। এ দিনটি বাঙালি জাতির জীবনে এক গৌরবোজ্জ্বল স্মরণীয় দিন। ১৯৭১ সালে সুদীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহীদের রক্ত ও দু’লক্ষ মা-বোনের সম্ব্রমের বিনিময়ে বাঙালি জাতি অর্জন করে তাদের প্রত্যাশিত বিজয়। দিবসের সূচনা লগ্নেই প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভসূচনা করা হয়।
এদিন সকালে শহীদ মিনারে তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাঈমা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক। এরআগে কাকডাকা ভোরে পতাকা উত্তোলন ও শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পন করে ১ মিনিট নিবরতা পালন করা হয়। পরে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ ও বিএনপি এর অঙ্গ সংগঠনসহ অন্যান্য রাজনৈতিকদল পুষ্পস্তবক অর্পণ শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ শহীদুজ্জামান, উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধাগণ, তানোর প্রেসক্লাবের সভাপতি সাইদ সাজু, প্রতিষ্ঠাতা সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি আশরাফুল ইসলাম রঞ্জু, সেক্রেটারী দেলোয়ার হোসেন সোহেল, সদস্য টিপু সুলতান, সদ্স্য৷ সুজন,সদস্য মমিনুল ইসলাম মুন সহ স্থানীয় সুশীল সমাজের সুধীজন।
সকাল ৯টায় উপজেলা ডাকবাংলো ফুটবল মাঠে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীর রোভার স্কাউটস, গার্লস গাইড ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সমাবেশ, কুচকাওয়াজ এবং শারীরিক কসরত প্রদর্শন করা হয়।
এসময় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এছাড়াও পুরো উপজেলার দেড় শতাধিক স্কুল-কলেজ ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানে বিজয় দিবস পালিত হয়েছে।








