নবাবগঞ্জের পল্লীতে আগুন, প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
মোঃ জুলহাজুল কবীর নবাবগঞ্জ, দিনাজপুর।
ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে থাকার আশ্বাস উপজেলা প্রশাসনের।
নবাবগঞ্জে আকষ্মিক অগ্নিকান্ডে ১১টি পরিবার,১জন মানুষ ছাডাও দগ্ধ হয়ে পুড়ে মারা গেছে ৭টি গরু।
দিনাজপুরের নবাবগঞ্জে বিদ্যুতের শর্টসার্কিট থেকে ২ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায়
উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মহারাজপুর গুচ্চগ্রামে এ মর্মান্তিক দূর্ঘটনা । উপজেলা প্রশাসন, পুলিশ এবং
স্থানীয়রা জানায়, সন্ধ্যার সময় এক বাড়িতে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগে । আশ-পাশের বাড়ীগুলোতেও ছড়িয়ে পড়ে আগুন। স্থানীয় বাসীন্দারা আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে ক্ষয়ক্ষতির বিষয়ে ধারনা করেন।
সাথে সাথেই প্রয়োজনীয় সামগ্রীসহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান, থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মতিন, স্থানীয় রাজনৈতিক ব্যক্তি, চেয়ারম্যান হাসান সালাউদ্দিন।
আগুনে পুড়ে ১১টি পরিবার নিঃস্ব, , ৭টি গরু এবং রইচ উদ্দিন নামে এক বৃদ্ধ মারা যাওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাধ্য মতো সহযোগিতা করা হবে। সরকারী বরাদ্দের জন্য জানানো হবে, বরাদ্দ পেলে ভালো কিছু করা হবে ইন-শা-আল্লাহ । মারা যাওয়া ব্যাক্তির রূহের মাগফেরাত কামনা করে উপজেলা প্রশাসন মৃত ব্যক্তির দাফনকাজের যাবতীয় ব্যবস্থা করবে জানালেন উপজেলা নির্বাহীকর্মকর্তা মোঃ জিল্লুর রহমান।








