পাহাড়ের চাঁদাবাজি রোধে লংগদু জোনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ এরশাদ আলী ,লংগদু প্রতিনিধি :
পার্বত্য অঞ্চলের সার্বিক স্থিতিশীলতা বজায় রাখা ও চাঁদাবাজি রোধে রাঙ্গামাটির লংগদু জোনের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ডিসেম্বর) বেলা ১২টায় লংগদু জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ এসপিপি, পিএসসি-এর সভাপতিত্বে, লংগদু জোনের চিত্তবিনোদন কক্ষে মতববিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় লংগদু উপজেলা প্রশাসন, উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বাজার কমিটি, সাংবাদিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
পার্বত্য অঞ্চলের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়, এতে চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড রোধে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সম্মিলিত সহযোগিতা চাওয়া হয়।
মতবিনিময় সভায় বক্তারা লংগদু উপজেলায় চাঁদাবাজি এবং বিভিন্ন প্রকার অবৈধ কার্যকলাপ রোধে গুরুত্বারোপ করা হয়। এ সময় জোন কমান্ডার চাঁদাবাজির সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং স্থানীয় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।








