সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাকের ধাক্কায় শিক্ষিকার মৃত্যু
নিজস্ব প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় স্কুলে যাওয়ার পথে ডাম্প ট্রাকের ধাক্কায় এক শিক্ষিকার মৃত্যু হয়।
সোমবার (১ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনাটি ঘটে, শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের বকুলতলা আনছার মোড় এলাকায়। বিষয়টি নিশ্চিত করেছেন, শাহজাদপুর থানার (ওসি) আসলাম আলী।
নিহত সাবিনা খাতুন (৪২) একই উপজেলার কায়েমপুর ইউনিয়নের বলদিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও চিনাধুকুরিয়া গ্রামের সোলায়মান সরকারের মেয়ে। পুলিশ জানিয়েছে তার লাশ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়রা বলেন, শিক্ষিকা সাবিনা আট বছর বয়সী ছেলেকে নিয়ে একটি অটোরিকশায় করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি মাটিবোঝাই একটি ডাম্প ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিক্ষিকা সাবিনার মৃত্যু হয়। তবে তার ছেলে সুস্থ রয়েছে।শাহজাদপুর থানার (ওসি) আসলাম আলী জানান, ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।








