চন্দনাইশে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
চন্দনাইশ( চট্টগ্রাম) প্রতিনিধি :
চন্দনাইশে বিএনপির চেয়ারপার্রসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার গাছবাড়ীয়া কলেজ গেইট এলাকায় হাশিমপুর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আবদুর রহমান সামার আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আ ক ম মোজাম্মেল হক।
বিএনপি নেতা মোহাম্মদ ইউসুফের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হাশিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রিয়াজ উদ্দিন মাস্টার, ওলামা দলের নেতা মাওলানা ফরিদুল ইসলাম , মাওলানা মহিউদ্দিন, আইনুল হুদা চৌধুরী , ফোরকান, শহীদুল ইসলাম শহীদ, জাগের হোসেন, নাছির উদ্দীন, মোহাম্মদ ইউসুফ, সেকান্দর বাদশা, মাছুম, আরিফ প্রমূখ।
দোয়া মাহফিলে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, সমাজ ও দেশের প্রতি তার যে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, এটি দল মত নির্বিশেষে সকলেই এখন স্বীকার করছে। স্বৈরাচারী শেখ হাসিনার অত্যাচার, জুলুম ও নির্যাতনের বিরুদ্ধে লড়াই করে জেল জুলুম ও নির্যাতনের শিকার হয়ে তিনি আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তিনি এদেশের মানুষের ভালবাসায় এবং দোয়ার বরকতে বহুবার মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন। আমরা আশা করছি আল্লাহর রহমতে এবারও তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।
দোয়া মাহফিলে নেত্রীর সুস্থতার পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও সকল অসুস্থ মানুষের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।








