কমলনগরে সার বিক্রেতা এসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
মোখলেছুর রহমান ধনু
রামগতি -কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :
লক্ষ্মীপুরের কমলনগরে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা পরিষদ প্রাঙ্গনে ঘন্টাব্যাপী এমানববন্ধন পালিত হয়েছে। এসময় উপজেলার ৯১জন খুচরা সার ডিলার বিক্রেতারা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে উপজেলা প্রশাসন ও কৃষি কর্মকর্তার বরাবরে স্মারকলিপি পেশ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমলনগর উপজেলা সার বিক্রেতা এসোসিয়েশনের সভাপতি আকরাম হোসেন সাহেদ হাওলাদার, সেক্রেটারী জাকির হোসেন লিটন ও আবদুল মতিন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, সরকারী বিধি মোতাবেক ৯১জন সার বিক্রেতা নগদ ৩০ হাজার টাকা ব্যাংকে জমা দিয়ে ৩০০ টাকার ননজুডিশিয়াল ষ্ট্যাম্পে স্বাক্ষর করে তারা ডিলারশীপ নেয়। বিগত ১৬ বছরে কমলনগরে ১৮হাজার ২০০ কৃষককে সরকারী ন্যায্যমূল্যে সার বিক্রি করে সেবা দিয়ে আসছেন।
বক্তাদের দাবি ২০০৯ সালের কৃষি মন্ত্রণালয়ের খুচরা সার বিক্রেতা পরিপত্র বহালের পাশাপাশি ২০০৫ শে আইন বাতিল জরুরী। তারা আরো বলেন, বিগত বছরে কৃষকদের থেকে প্রতিটি দোকানদার বকেয়া পাবে প্রায় ১০ লাখের বেশি। ফলে প্রায় ১০ কোটি টাকার বেশি লোকসান গুণতে হবে এসকল ব্যবসায়ী ও কৃষককে।








