বিএনপি নেতা আবুল বাশারের পিতার মৃত্যু: বিভিন্ন মহলের শোক
নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুর উপজেলার বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আবুল বাশার এর বাবা আলহাজ্ব আব্দুর রহিম (৯৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার সকাল ১০টায় বার্ধক্য জনিত কারণে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
মরহুম আব্দুর রহিম ছিলেন একজন সফল বাবা, সৎ ব্যবসায়ী, বিশিষ্ট সমাজ সেবক, ন্যায়পরায়ণ সমাজপতি। সর্বপরি মরহুম আলহাজ্ব মাওলামা মোঃ আব্দুর রহিম ছিলেন একজন ধার্মিক এবং সৎ ন্যায়পরায়ন মানুষ। মৃত্যু কালে তিনি রেখে গেছেন তাঁর স্ত্রী, ৪ ছেলে ও ২ মেয়ে, বেশ কিছু নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী।
এর মধ্যে মরহুমের বড় ছেলে ডাক্তার আবুল আলম বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের হার্টের বিশেষজ্ঞ। দ্বিতীয় ছেলে আবুল বাশার শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সাবেক ও সাবেক উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত), তৃতীয় ছেলে আবুল হোসেন বগুড়া সরকারি আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক। চতুর্থ ছেলে আবুল হাসান বিশিষ্ট ব্যবসায়ী। দুই মেয়ের মধ্যে বড় মেয়ে সেলিমা সুলতানা বামুনিয়া দারুল উলুম দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষিকা এবং ছোট মেয়ে গৃহিণী মোছাঃ সাহানা সুলতানা।
মরহুমের নামাজে জানাজা আগামীকাল রবিবার ৩০ নভেম্বর সকাল ১১ ঘটিকায় নয়মাইল বামুনিয়া দারুল উলুম দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হইবে। উক্ত জানাজা নামাজে মরহুমের সকল শুভানুধ্যায়ী সহ স্থানীয় এলাকার সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদের শরীক হওয়ার জন্য পরিবারের পক্ষ হতে অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, মরহুম আব্দুর রহিম জামুন্না পল্লীবন্ধু উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক, বামুনিয়া মন্ডলপাড়া বাইতুস সালাম জামে মসজিদ ও নয়মাইল হাট জামে মসজিদের খতিব, ও সভাপতি বামুনিয়া দারুল উলুম দাখিল মাদ্রাসা ও নয়মাইল হাটের প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সেক্রেটারি সহ সামাজিক দায়িত্ব পালন করিয়াছেন।








