ঠাকুরগাঁয়ে রায়পুরে আগুনে দগ্ধ ৫টি গরু ও ৭টি ছাগল- দিনমজুরের অপূরণীয় ক্ষতি
অভিশেখ চন্দ্র রায়, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার ৯ নং রায়পুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের শিহিপুর গ্রামে আগুনে ৫ টি গরু ও ৭ টি ছাগল সহ হাস- মুরগি আগুনে দগ্ধ হয়ে মারা গেছে।
রবিবার (২৭ শে এপ্রিল) আনুমানিক রাত ১:০০ মিনিট এর সময় মৃত নজীব উদ্দিন ছেলে ইসলামের বাড়িতে অগ্নিকাণ্ডের এই ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার শিহিপুর গ্রামের মোঃ ইসলামুলের বাড়ির গোয়াল ঘরে আগুন লাগে। পরে রাত ১:০০ টার দিকে বাড়ির লোকজন আগুন লাগার বিষয়টি টের পান। তাদের চিৎকারে স্থানীয়রা ও পরবর্তীতে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে গোয়ালঘরে বেঁধে রাখা ৫ টি গরু, ৭ টি ছাগলসহ হাস- মুরগি আগুনে পুড়ে মারা যায়। এ সময় গোয়ালঘর, ছাগলের ঘর সহ একটি শয়ন কক্ষ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে এ ব্যাপারে কেউ কিছু বলতে পারছেন না তবে অনেকেই ধারণা করছেন কোয়েলের আগুন থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে।
মোঃ ইসলামুল বলেন, আমার বসতবাড়িতে আগুন লেগে গোয়ালঘরের পশুসহ বসতঘর পুড়ে গেছে। আমি একেবারেই নি:স্ব হয়ে গেছি। আমি একজন দিনমজুর। মানুষের বাড়িতে কাজ করে ভাত খাই। এই ক্ষতি কিভাবে পুরন করব। আমার সংসার কিভাবে চলবে। আগুন কোথা থেকে লেগেছে এ ব্যাপারে তিনি কোন কিছু বলতে পারছেন না।
এ ব্যাপারে ৯ নং রায়পুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ হাসানুর রহমান বলেন, ইসলামুল একজন অসহায় মানুষ। সে মানুষের বাড়িতে দিনমজুরে কাজ করে তার সংসার চালাই। অগ্নিকাণ্ডে তার পাঁচটি গরু এবং সাতটি ছাগল পুড়িয়ে ছাই হয়ে গেছে সব মিলে তার প্রায় পাঁচ লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে। সমাজের বিত্তবানদের সহযোগিতার হাতে বাড়িয়ে দিয়ে ইসলামূলের প্রতি এগিয়ে আসার আহ্বান জানাই।
৯ নং রায়পুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আফাজ উদ্দিন বলেন, ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত বসতবাড়ি পরিদর্শন করেছি, বিএনপির পক্ষ থেকে তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে সে ব্যাপারে সঠিক জানা নেই। তবে ভুক্তভোগীর পাঁচটি গরু এবং সাতটি ছাগল সহ হাঁস মুরগি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
অগ্নিকান্ডের ঘটনার ব্যাপারে রায়পুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রমজান আলী বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুনের সূত্রপাত সম্পর্কে সঠিক অনুমান করা যাচ্ছে না। তবে ভুক্তভোগীর পাঁচটি গরু সাতটি ছাগল এবং হাঁস মুরগি সহ প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা যথাসাধ্য সহযোগিতার চেষ্টা করছি। আপনারাও সহযোগিতার হাত বাড়িয়ে দিন।








