মোহনগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন
মো: ইমাম হোসেন
হাওরাঞ্চল প্রতিনিধি, নেত্রকোনা- সুনামগঞ্জ
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণীসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার মোহনগঞ্জে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের যৌথ আয়োজনে উপজেলার মাইলোড়া ফুটবল খেলার মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দেশীয় জাতের গবাদিপশু, হাঁস-মুরগি, ছাগলসহ নানা প্রাণীসম্পদের প্রদর্শনী সাজানো হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুর রহিম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন।
এছাড়াও অন্যান্যের মাঝে বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুশ শাকুর সাদী, উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির কাজী মোফাজ্জল হোসেন সবুজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল, উপজেলা ইসলামী আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা মোফাজ্জল হোসেন, খামারি ফাহিয়ান আফ্রিদ প্রিতম ও মোখলেছুর রহমানসহ অনেকে।
আলোচনা সভায় বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির প্রয়োগ, সুষম খাদ্য ব্যবস্থাপনা ও দেশীয় জাতের উন্নয়নের মাধ্যমে প্রাণীসম্পদ খাত আরও সমৃদ্ধ হবে। এতে আত্মকর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং দুধ, মাংস ও ডিম উৎপাদনে দেশ আরও এগিয়ে যাবে।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রদর্শনীতে আগত খামারিদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন।








