স্তব্ধ এনায়েতপুর: চিরনিদ্রায় শায়িত পীর খাজা নুহু মিয়া,লাখো ভক্তের অশ্রুসিক্ত বিদায়
ফিরোজ আল আমিন
নিজস্ব প্রতিনিধি:
উপমহাদেশের প্রখ্যাত ইসলাম প্রচারক হজরত শাহসুফী খাজা ইউনুস আলী এনায়েতপুরী (র.)-এর তৃতীয় সাহেবজাদা ও এনায়েতপুর পাক দরবার শরীফের তৃতীয় গদিনশীন পীর খাজা কামাল উদ্দিন নুহু মিয়া আর নেই। ১০৩ বছর বয়সে মঙ্গলবার (২৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে এনায়েতপুরসহ সারা দেশের ভক্ত-অনুরাগীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।পারিবারিক সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে, পাঁচ মেয়েসহ দেশ-বিদেশে ছড়িয়ে থাকা অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।বুধবার বাদ জোহর এনায়েতপুর দরবার শরীফ মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা লাখো ভক্তের অংশগ্রহণে জানাজাস্থল জনসমুদ্রে পরিণত হয়। অশ্রুসিক্ত নয়নে প্রিয় পীরকে বিদায় জানানোর পর মাজার শরীফ কমপ্লেক্সেই তাকে দাফন করা হয়।দরবার শরীফের খাদেম মো. মুরাদ খান জানান, খাজা নুহু মিয়া তার পিতার আদর্শকে ধারণ করে সারাজীবন ইসলামের শান্তির বাণী প্রচার করেছেন। তিনি ছিলেন একজন ধর্মপ্রাণ সাধক, যিনি অনাড়ম্বর জীবনযাপনের মাধ্যমে ভক্তদের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তার মৃত্যুতে দরবার শরীফের অপূরণীয় ক্ষতি হলো।








