শাজাহানপুরে বাজার করে বাড়ি ফেরার পথে প্রাণ গেল বৃদ্ধার
নাজিরুল ইসলাম, শাজাহানপুর বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুরের উমরদিঘী হাটে বাজার করে বাড়ি ফেরার পথে বগুড়া-রাজশাহী মহাসড়কে দুর্ঘটনায় ছকেলা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধা উপজেলার আড়িয়া ইউনিয়নের মানিকদিপা পদ্মপাড়া গ্রামের মৃত: ইউনুস আলীর দ্বিতীয় স্ত্রী।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪ ঘটিকায় উপজেলার খরনা ইউনিয়নের উমরদিঘী হাটে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ দূর্ঘটনায় আর কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃদ্ধা মহিলাটি বাজার করে রাস্তার পশ্চিম পার্শ্ব থেকে পূর্ব পার্শ্বে পার হতে গিয়ে আগমনী পরিবহন নামক বাসের ধাক্কায় দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। স্থানীয় জনতা বাসটি আটকের চেষ্টা করে জনতাকে ধাক্কা দিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তারা আরও জানান, এই মহাসড়কের পশ্চিম পার্শ্বে সপ্তাহে শনিবার ও মঙ্গলবার দুই দিন হাট বসে। প্রতি হাট বারে এখানে লোকজনের ব্যাপক ভীড় জমে। অথচ হাটের দুই পাশে মহাসড়কে গাড়ির গতিরোধক হিসাবে কোনো স্পীড ব্রেকার ব্যবস্থা করা নেই। এতে করে মাঝে মাঝেই এখানে দূর্ঘটনা ঘটছে। দীর্ঘ দিনের এই সমস্যা নিরসনে স্থানীয়রা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।
সরেজমিনে নিহত বৃদ্ধার ছেলে শহিদুল ইসলাম জানান, আমার মা আছর নামাজের একটু আগে হাট বাজার করার জন্য বাড়ি থেকে বের হয়ে স্থানীয় উমরদিঘী হাটে আসে। সেখানে বাজার করার পর মহাসড়ক পারাপার হতে গিয়ে অজ্ঞাত যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হন। স্থানীয় লোকজন বাসটি আটক করতে পারেননি। তবে বাসটি আগমনী পরিবহন নাম লেখা ছিল শুধু এমনটাই জানিয়েছেন।
উপজেলার কুন্দারহাট হাইওয়ে থানার এসআই আব্দুল খালেক জানান, ঘটনাস্থল থেকে নিহতের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই মর্মে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তদন্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।








