আ.লীগ কি করেছে, না করেছে, তা দেখার বা বলার সময় নেই মোহনগঞ্জে-লুৎফুজ্জামান বাবর
মো: ইমাম হোসেন
হাওরাঞ্চল প্রতিনিধি, নেত্রকোনা- সুনামগঞ্জ
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, আওয়ামী লীগ আমাদের সাথে কি করেছে, না করেছে তা আমরা বলে সময় নষ্ট করতে চাইনা। তারা যা করেছে তার বিচার করবে একমাত্র আল্লাহ। তাই আমরা কারো সমালোচনা বা জ্ঞাবত করে সময় নষ্ট করতে চাইনা।
শুক্রবার রাত নয়টায় নেত্রকোনার মোহনগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে শহীদ আলী উসমান শিশু পার্কের মুক্তিযোদ্ধা মুক্ত মঞ্চে ধানের শীষের পক্ষে আয়োজিত এক বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন।
বাবর বলেন, আমাদেরকে অতীত নিয়ে পড়ে থাকলে চলবেনা। বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। তথ্য প্রযুক্তির এ যুগে প্রতিযোগীতায় আমাদেরকে ঠিকে থাকতে হবে। আর জন্যে আমাদের সন্তানদেরকে আরো অনেক বেশি লেখা পড়া করতে হবে এবং তাদেরকে মেধা ও দক্ষ হিসেবে গড়ে তোলতে হবে। তা না হলে প্রতিযোগীতার এ যুগে আমাদেরকে ঠিকে থাকা সম্ভব হবেনা।
পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম খান ওরফে ভিপি জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুলের সঞ্চালনায় অনুষ্ঠিত এ নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার, সাবেক সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন তালুকদার, জেলা বিএনপির সাবেক সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান ইমরান খান চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, জেলা বিএনপি নেতা আব্দুল্লাহ্ আল মামুন রনি খান প্রমূখ।
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার কথা উল্লেখ করে বাবর আরও বলেন, মাদক হচ্ছে আমাদের দেশের প্রধান শত্রু। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে হবে। আর এ জন্যে আমাদেরকে সামাজিক আন্দোলন গড়ে তোলতে হবে। পাশাপাশি মাদক সেবী ও বিক্রেতাদেরকে আপনারা ধরে বেঁধে উত্তম-মধ্যম দিয়ে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করবেন বলেও নির্দেশ দেন তিনি।
বাবর বলেন, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, তবে আমি আমার নির্বাচনী এলাকার তিনটি উপজেলায় মাদক সেবী, বিক্রেতা ও কোনো জুয়ারি রাখবোনা। তাদের বিরুদ্ধে তিনি জিহাদ ঘোষণা করবেন বলেও তিনি অঙ্গীকার করেন।
পরিশেষে বাবর জনসভায় উপস্থিত প্রায় ৫ সহস্রাধিক জনতার কাছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।
উল্লেখ্য, নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরী) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বৃহস্পতিবার রাত ১১টায় ঢাকা থেকে তাঁর নির্বাচনী এলাকা মোহনগঞ্জে আসেন। পরে শুক্রবার সকাল থেকে তিনি পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী জনসভা, পথসভাহ গণ সংযোগ করে যাচ্ছেন








