পরানগঞ্জে একই ডিলারের বিরুদ্ধে ওজনে কারচুপি ও বেনামে লাইসেন্স ব্যবহারের অভিযোগ
গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণকে কেন্দ্র করে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে স্থানীয় ডিলার মো. ইব্রাহিম মিয়ার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, তিনি শুধু চাল ওজনে কম দিচ্ছেন তাই নয়, বিভিন্ন ব্যক্তির নামে বেনামে একাধিক ডিলারশিপ লাইসেন্স নিয়েও সরকারি সুবিধা ভোগ করছেন।
গত বুধবার (১৯ নভেম্বর ২০২৫) চাল বিতরণের সময় বেশ কয়েকজন সুবিধাভোগী ডিলারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। তাদের দাবি, ৩০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও প্রতি বস্তায় ২–৩ কেজি করে চাল কম দেওয়া হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে খাদ্যবান্ধব কর্মসূচির পরিদর্শক মুঞ্জুরুল ইসলাম মুঞ্জু জানান, স্থানীয়দের কাছ থেকেও অনিয়মের এমন অভিযোগ তিনি শুনেছেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ডিলার ইব্রাহিম মিয়া এ ধরনের অনিয়ম করে আসলেও তার প্রভাব-প্রতিপত্তির কারণে কেউ প্রতিবাদ করতে সাহস পান না। রাজনৈতিক পরিচয়কে ব্যবহার করে বিভিন্ন ‘ম্যানেজমেন্ট’-এর মাধ্যমে তিনি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।
অভিযোগ রয়েছে, ইব্রাহিম মিয়া তার পরিচিত কয়েকজনের নামে বেনামে লাইসেন্স নিয়ে নিজেই একাধিক ডিলারশিপ পরিচালনা করছেন এবং সরকারি সুবিধা ব্যক্তিগতভাবে ভোগ করছেন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম প্রিন্স বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অনিয়ম প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা দাবি করেছেন, ওজনে কারচুপির পাশাপাশি বেনামে লাইসেন্স নিয়ে সরকারি সুবিধা আত্মসাতের অভিযোগেও দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার প্রয়োজন।








