বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম
লংগদুতে নেটওয়ার্ক ও বিদ্যুৎ বিচ্ছিন্ন দূর্গম ভোটকেন্দ্র সমূহ পরিদর্শনে ইউএনও  মোহনগঞ্জে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে ভুক্তভোগী সংবাদ সম্মেলন রায়গঞ্জে ট্রাক চাপায় বৃদ্ধার মৃত্যু  খাগড়াছড়িতে ইয়াকুব আলী চৌধুরীকে হত্যার চেষ্টা নিন্দা ও প্রতিবাদ সিএইচটির খাগড়াছড়িতে সাংবাদিকদের নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ এনসিপি নেতার আবেদনে সিংড়া পৌরসভা পেল ৪০ লক্ষ টাকার বরাদ্দ হাটিকুমরুল প্রেসক্লাবের কমিটি গঠন: সভাপতি জাকির, সম্পাদক মোর্শেদ সিংড়ার গ্রাম-গঞ্জে কম্বল বিতরন করছেন ইউএনও  বারবার একই ব্যক্তির প্রশিক্ষণ, বঞ্চিত অভিজ্ঞ সাংবাদিকরা : বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের প্রশিক্ষণ নির্বাচন নিয়ে প্রশ্ন হাতীবান্ধা সীমান্তে বিজিবি’র নতুন বিওপি উদ্বোধন

অসময়ের বৃষ্টিতে ধনিয়া পাতার ফলন কমেছে উচ্চমূল্যে ধনিয়া পাতা বিক্রিতে খুশি চাষিরা, হতাশ ক্রেতা

Reporter Name / ৭৩ Time View
Update : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

মোখলেছুর রহমান ধনু

রামগতি -কমলনগর ( লক্ষ্মীপুর) প্রতিনিধি

কমলনগরে  অসময়ে বৃষ্টির কারনে চলতি বছর ধনিয়া পাতার ফলনে বড় ধরনের সঙ্কট তৈরি করেছে। ফলন কম হলেও বাজারে অস্বাভাবিক উচ্চমূল্য থাকার কারণে কৃষকরা আগের যেকোনো বছরের তুলনায় বেশি লাভবান হচ্ছেন। বিপরীতে উচ্চ দামে ধনিয়া পাতা কিনতে গিয়ে নাভিশ্বাস উঠছে সাধারণ ক্রেতাদের।

গত বছর এসময় প্রতি কেজি ধনিয়া পাতা বিক্রি হয়েছিল ২০-২৫ টাকায়। এবছর সেই দাম লাফিয়ে পৌঁছেছে ১০০–১২০ টাকায়। যা আগের বছরের তুলনায় প্রায় ছয় গুণ বেশি। বাজারে ধনিয়া পাতার চাহিদাও রয়েছে প্রচুর।

কৃষকরা জানান, অসময়ের বৃষ্টিতে অনেক জমির ধনিয়া গাছ নষ্ট হয়েছে, আবার যেগুলো বেঁচে আছে সেগুলোর ফলনও কমেছে। গত বছর এক শতাংশ জমিতে তারা পেয়েছিলেন ৪০–৪৫ কেজি ধনিয়া পাতা। এবছর তা নেমে এসেছে ২০–২২ কেজিতে। প্রতি শতাংশ জমির উৎপাদন খরচ ৩০০–৪০০ টাকা।

আদিতমারী কমলাবাড়ি গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম এ বছর ৪ একর জমিতে ধনিয়া চাষ করেছেন। তিনি বলেন, “গত বছর প্রতি শতাংশে পেয়েছিলাম ৪৫ কেজি। এবছর পেয়েছি ২৩ কেজি। যদিও ফলন কম, কিন্তু বাজারদর বেশি হওয়ায় গত বছরের তুলনায় এবার বেশি লাভ হচ্ছে। গত বছর প্রতিকেজি ধনিয়া বিক্রি করেছেন ২০–২৫ টাকায়; এবছর বিক্রি করছেন ৯০–১২০ টাকায়।

চরজাঙ্গালিয়া  এলাকার কৃষক মিজানুর রহমান বলেন, এবছর ১০ শতাংশ জমিতে ধনিয়া চাষ করেছিলেন। এতে খরচ হয়েছে প্রায় সাড়ে ৩ হাজার টাকা। এরমধ্যে তিন আধা শতাংশ জমির ধনিয়া সম্পূর্ণ নষ্ট হয়েছে। অবশিষ্ট জমি থেকে ধনিয়া পেয়েছেন ১৮–২০ কেজি। তিন শতাংশ জমির ধনিয়া বিক্রি করেছি ৭০ কেজি, পেয়েছি প্রায় সাড়ে ৭ হাজার টাকা বলেন তিনি। অবশিষ্ট ধনিয়াও বিক্রি করছেন ‘আশানুরূপ দামে’।

কমলনগরে  হাজিরহাট  বাজারের সবজি বিক্রেতা আমজাদ হোসেন  জানান “আমরা কৃষকদের কাছ থেকে প্রতিকেজি ধনিয়া কিনছি ৯০–১০০ টাকায়, বাজারে বিক্রি করছি ১২০–১৪০ টাকায়। দুই সপ্তাহ আগে কেজি ছিল ২০০ টাকা পর্যন্ত। ধীরে ধীরে দাম কমছে। এক সপ্তাহ পরে দাম ৪০–৫০ টাকায় নামার সম্ভাবনা আছে।”

সবজি ক্রেতা স্কুল শিক্ষক মাইউদ্দিন  জানান, বাজারে শুধু ধনিয়া পাতা নয় সকল ধরনের শাক-সবজির অধিক মূল্য। শুধু আলুর দাম কম। প্রয়োজনের তুলনায় অর্ধেক ধনিয়া পাতা কিনছেন। শীতকালে ধনিয়া পাতার ব্যবহার বেড়ে যায়। ধনিয়া পাতা ছাড়া তরকারি রান্না হয়না শীত কালে।

কমলনগর  কৃষি কর্মকর্তা  মো ইকতারুল  বলেন, এবছর অসময়ের বৃষ্টির প্রভাবে সব ধরনের শাক–সবজির উৎপাদনই কম। ধনিয়া পাতার চাহিদা বেশি হওয়ায় কৃষকরা এটির ভালো দাম পাচ্ছেন। আলু ছাড়া সব ধরনের সবজির দাম এখন তুলনামূলক বেশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর