চন্দনাইশে শহীদ জিয়া স্মৃতি সংসদের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
এম হেলাল উদ্দিন নিরব
বিশেষ প্রতিনিধি
চন্দনাইশে শহীদ জিয়া স্মৃতি সংসদ এর নব-নির্বাচিত আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ২১ নভেম্বর) বিকালে বিজিসি ট্রাস্ট সংলগ্ন বাঙ্গালিয়ানা রেস্তোরাঁয় এ সভা অনুষ্ঠিত হয়।
শহীদ জিয়া স্মৃতি সংসদ চন্দনাইশ উপজেলা শাখার সদস্য সচিব মোহাম্মদ মানিক এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মো: হাসান উদ্দিনের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহীদ জিয়া স্মৃতি সংসদ চন্দনাইশ উপজেলার আহবায়ক মোহাম্মদ লোকমান হাকিম।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, শহীদ জিয়া স্মৃতি সংসদের সিনিয়র যুগ্ম আহবায়ক খোরশেদ আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহীদ জিয়া স্মৃতি সংসদ চন্দনাইশ উপজেলা শাখার সদস্য সচিব মোহাম্মদ মানিক, খোরশেদ আলম, হাসান উদ্দিন, এম রিদুয়ান আরিফ, মোহাম্মদ তানিম, আরিফুল হক, রমজান হোসেন, সাইফুল হাসান, সাদ্দাম হোসেন, হুজ্জত উল্লাহ, জাফর আলম সহ আরো অনেকে।
বক্তারা জানান, ১৯৮২ সালে শহীদ জিয়া সংসদ প্রতিষ্ঠিত হয়। সাবেক স্পিকার ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার গোলাম হাফিজের মাধ্যমে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমান বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া শহীদ জিয়া সংসদের অনুমোদন দেন। তৎকালীন সময়ে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে বিএনপি ব্যতীত কোন সংগঠন আন্দোলন করতে সাহস পায়নি তখন কেন্দ্রীয় শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দ আন্দোলন করেছিলেন।








