লালমোহন রমাগঞ্জ ইউনিয়নের যুবদলের কমিটি গঠন সভাপতি জসিম – সম্পাদক নয়ন
ইউসুফ আহমেদ,ভোলা প্রতিনিধি:
লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আংশিক কমিটি গঠিত করা হয়েছে। এতে মোঃ জসিম উদ্দিন মাষ্টার কে সভাপতি ও মো. আসাদুজ্জামান নয়ন কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে এই কমিটি গঠন করা হয় ১৯ নভেম্বর লালমোহন উপজেলা যুবদলের সভাপতি মোঃ শাহিনুল ইসলাম কবির হাওলাদার, সাধারণ সম্পাদক কাজী হাসান, ও সাংগঠনিক সম্পাদক বশির হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে ত্যগীদের ও নিষ্ঠাবান এই নেতাদেরকে ঘিরে সাধারণ নেতাকর্মীদের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে। স্থানীয় নেতারা বলছেন, বর্তমান যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক সৎ ও সাহসী সংগঠক হিসেবে পাওয়া সংগঠনের জন্য আশীর্বাদ।
সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান নয়ন বলেন, এই কমিটি শুধু আনুষ্ঠানিকতা নয়, আমরা রাজপথে থেকে প্রমাণ করব যে যুবদলই বিএনপির প্রাণ। সংগঠনের প্রতি ভালোবাসা থেকেই কাজ করে যাচ্ছি। এবার আরও সাংগঠনিকভাবে মাঠে থাকব। প্রতিটি ওয়ার্ডে যুবদল পুনর্গঠনের দ্রুত কাজ শুরু করব। উপজেলা যুবদলের সভাপতি মোঃ শাহিনুল ইসলাম কবির হাওলাদারের নেতৃত্বে যুবদল আরও সংগঠিত হবে। এদিকে যুদলের নবগঠিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রমাগঞ্জ ইউনিয়ন ছাত্র দলের বিপ্লবী সভাপতি মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম এর পরিক্ষিত ও স্নেহধন্য মোঃ আন্বুল কালাম সোহাগ । নবনির্বাচিত সভাপতি মোঃ জসিম উদ্দিন মাষ্টার আশা প্রকাশ করেন, তারেক রহমানের নির্দেশনায় এবং বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম এই কমিটি তৃণমূল পর্যায়ে গণসংযোগ, সদস্য সংগ্রহ ও ওয়ার্ডভিত্তিক সংগঠন গঠনের মাধ্যমে বিএনপির রাজনীতিকে আরও গতিশীল করবে এবং আগামী ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা -৩ আসনে মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম কে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটের মাধ্যমে সংসদে পাঠাবো।








