লংগদু ফুটবল একাডেমির প্রীতি ম্যাচ অনুষ্ঠিত
মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :
“তারুণ্যের মনোবল, মাদক ছেড়ে খেলতে চল” এই শ্লোগানকে ধারণ করে লংগদু ফুটবল একাডেমির উদ্যোগে লংগদু ফুটবল একাডেমি বনাম দুরছড়ি ফুটবল একাদশের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
৯ নভেম্বর (রবিবার) বিকাল তিনটায় লংগদু উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে লংগদু ফুটবল একাডেমি আয়োজিত এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত প্রীতি ফুটবল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন লংগদু ফুটবল একাডেমি বনাম দুরছড়ি ফুটবল একাদশ।
লংগদু ফুটবল একাডেমির আহবায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিক্রম চাকমা বলি’র সভাপতিত্বে এবং লংগদু ফুটবল একাডেমির সদস্য সচিব শাজেদুর রহমান মনির এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাঘাইছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফেরদৌস ওয়াহিদ, লংগদু প্রেসক্লাবে সভাপতি এবিএস মামুন ও মিজানুর রহমান বাবু।
প্রীতি ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন মন্টু কুমার চৌধুরী সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আনোয়ার ও মনির হোসেন।
এসময়ে উপজেলার বিভিন্ন এলাকা হতে হাজারো নারী পুরুষের উপস্থিতিতে মাঠের চারিদিকে কানায় কানায় দর্শকে পরিপূর্ণ হয়ে উঠে। খেলায় নির্ধারিত সময়ের প্রথমার্ধের ওবায়দুলের শটে ১-০ তে এগিয়ে যায় লংগদু ফুটবল একাডেমি এবং কর্ণার থেকে গোল আদায় করে নেয় এরশাদ ফলে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় লংগদু ফুটবল একাডেমি। দ্বিতীয়ার্ধের শুরুতেই দুটি দুটি গোল করে খেলায় সমতায় ফিরে দুরছড়ি ফুটবল একাদশ। নির্ধারিত সময় শেষে ২-২ গোলে ড্রয়ের খেলা সমাপ্তি ঘটে।








