সোনাকানিয়া যুব সমাজ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত
নাজিরুল ইসলাম, শাজাহানপুর বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুরে সোনাকানিয়া যুব সমাজ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে সোনাকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ও বগুড়া জজ কোর্ট এর সহকারি পিপি অ্যাডঃ গোলাম মোস্তফা মজনু।
এসময় আড়িয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক এম এ মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন গোহাইল ইউনিয়ন বিএনপির সাধারণ মাসুদুর রহমান মিঠু ও বরেণ্য অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জয়নাল আবেদীন রাজু, বিশেষ অতিথি ছিলেন আড়িয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল হান্নান, এবি টোবাকো লিমিটেড এর স্বত্ত্বাধিকারী আব্দুল কাদের, শেরপুর কুসুম্বী ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল লতিফ, আড়িয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বজলুর রশিদ, টুর্নামেন্টে আয়োজক কমিটির সাধারণ সম্পাদক বাকি বিল্লাহ সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মালিয়াটা ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে সুপার কোয়ালিটি ফুটবল একাদশ ফাইনাল ম্যাচের নিশ্চিত করে।








