রামগতিতে ৬০০ শ্রমিকের বিরুদ্ধে মামলা: নিন্দার ঝড়
মোখলেছুর রহমান ধনু
কমলনগর- রামগতি ( লক্ষ্মীপুর) প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রামগতিতে ইট ভাটা অভিযানে শ্রমিক আন্দোলনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এঘটনায় এলাকায় নিন্দার ঝড় উঠেছে। গত ৬ নভেম্বর বৃহস্পতিবার পরিবেশের এক দায়িত্বশীল মোজাম্মেল হক বাদী হয়ে নাম উল্লেখ না করে ৬শ জনের বিরুদ্বে রামগতি থানায় এমামলা দায়ের করেন। শ্রমিকের এআন্দোলনের নেপথ্যে উপজেলা প্রশাসনও; এমন মন্তব্য জনমনে।
তব স্হানীয়দের অভিযোগ উপজেলা প্রশাসন সুবিধা নিয়ে অভিযান দমাতে না পেরে উল্টো শ্রমিকদের দিয়ে আন্দোলন করান জেলা প্রশাসনের বিরুদ্ধে।
নামপ্রকাশ না শর্তে কয়েকজন শ্রমিক ক্ষোভপ্রকাশ করে জানান, ৫১ টি ইট ভাটা দীর্ঘদিন প্রশাসনের আশ্রয় প্রশ্রয় গড়ে উঠেছে। কিন্তু হঠাৎ উপরের প্রশাসনের চাপে স্হানীয় প্রশাসন লিগ্যাল ভাটাগুলিতে অভিযান চালাচ্ছে। এতে কোটি কোটি টাকার ব্যবসায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্রিকফিল্ড মালিকরা। এখানেই শেষ নয়, ফিল্ডে কাজ করা প্রায় অর্ধকোটি শ্রমিক বেকারের পথে। বৈধ ব্যবসায় মালিকরা অন্যায়ভাবে হয়রানি ও আর্থিক লোকসান পোহাচ্ছে।
ভাটা মালিক ও ভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক সানা উল্লাহ সানু জানান, এবছর আমরা এখনও কাজ শুরু করি নাই।
অথচ কে বা কাহারা পেপারে দিয়ে আমাদের বিরুদ্ধে লাগালেন। আগে থেকেই আমরা কোটি কোটি টাকা ভাটায় দিয়ে আর্থিক হারিয়ে এখন পথে বসে আছি। এই মৌসুমে প্রকৃতপক্ষে ভাটার কাজ এখনে শুরু করি নাই। আমাদের অনেক ভাটা আর্থিক অভাবে বন্ধ হয়ে গেছে। আমাদের ছয়শত শ্রমিকের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। এ আন্দোলনে আমাদের মালিকদের কোন অংশগ্রহণ নেই। আমরা ঝিগঝাগ ভাটা দিয়েও নানা হয়রানির শিকার। আমাদের শ্রমিকের বিরুদ্ধে মামলা এ অপমান আমরা কোথায় রাখি।
এদিকে ইতিপূর্বে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোঃ আমজাদ হোসেন ভাটা মালিকদের নিয়ে সভাও করেছে।
রামগতি থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ কবির হোসেন বলেন, সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় থানায় ছয়শত জনকে আসামী করে একটি মামলা হয়েছে। এঘটনায় এখনও আটক হয়নি কেউ।আমাদের অভিযান চলবে।এবিষয়ে রামগতি উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোঃ আমজাদ হোসেনের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও ফোন রিসিভ করেন নাই। ক্ষুূদে বার্তা দিলেও কোন উত্তর দেননি তিনি।








