সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন ভিপি আইনুল হক
ফিরোজ আল আমিন
নিজস্ব প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গার একাংশ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ভিপি আইনুল হক। সোমবার (৩ নভেম্বর) বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের চূড়ান্ত প্রার্থীদের তালিকা ঘোষণা করলে এ তথ্য নিশ্চিত হওয়া যায়।মনোনয়নের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে ভিপি আইনুল হকের নির্বাচনী এলাকা রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গায় বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস দেখা দেয়। তাৎক্ষণিকভাবে তার নিজ এলাকা চান্দাইকোনা বাজারে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক সমবেত হন।এসময় ভিপি আইনুল হক এক সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তিনি এই মনোনয়নের জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘রাষ্ট্রনায়ক’ তারেক রহমানসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “এই মনোনয়ন আমার একার নয়, এটি রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গার সকল জাতীয়তাবাদী সৈনিকের বিজয়।” তিনি সকল নেতাকর্মীকে দলীয় শৃঙ্খলা কঠোরভাবে মেনে চলার এবং বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দেন।আগামী নির্বাচনে ‘ধানের শীষে’ ভোট চেয়ে তিনি বলেন, “আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে এই আসনটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে উপহার দিই এবং বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় ফিরিয়ে আনি।উল্লেখ্য, ভিপি আইনুল হক রায়গঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং তৃণমূল পর্যায়ে তার শক্তিশালী অবস্থান রয়েছে বলে জানা যায়।








