রায়গঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু
লোকমান হোসেন মিলন
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। কৃষি উৎপাদন বৃদ্ধি ও রবি মৌসুমের চাষাবাদে সহায়তা দিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচি হাতে নেওয়া হয়।
রবিবার (২ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রায়গঞ্জের বাস্তবায়নে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ূন কবির। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি সম্প্রসারণ কর্মকর্তারা এবং উপকারভোগী কৃষকরা।
বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষকবান্ধব নীতি অনুসরণ করছে। কৃষকের উৎপাদন ব্যয় কমানো ও আয় বাড়ানোর লক্ষ্যে নিয়মিতভাবে বিভিন্ন প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় রবি মৌসুমে কৃষকদের মাঝে গম, ভুট্টা, সরিষা, খেসারি, সূর্যমুখী, শীতকালীন শাকসবজি ও পেঁয়াজের উন্নত জাতের বীজ এবং রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।
বক্তারা আরও জানান, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার ও সরকারি সহায়তার সমন্বয়ে দেশের খাদ্য উৎপাদন আরও বৃদ্ধি পাবে এবং কৃষকরা হবে আত্মনির্ভরশীল।
উদ্বোধনী অনুষ্ঠানে কৃষকরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এই সহায়তা তাদের রবি মৌসুমের চাষে নতুন উদ্দীপনা যোগাবে।








