বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম
লংগদুতে নেটওয়ার্ক ও বিদ্যুৎ বিচ্ছিন্ন দূর্গম ভোটকেন্দ্র সমূহ পরিদর্শনে ইউএনও  মোহনগঞ্জে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে ভুক্তভোগী সংবাদ সম্মেলন রায়গঞ্জে ট্রাক চাপায় বৃদ্ধার মৃত্যু  খাগড়াছড়িতে ইয়াকুব আলী চৌধুরীকে হত্যার চেষ্টা নিন্দা ও প্রতিবাদ সিএইচটির খাগড়াছড়িতে সাংবাদিকদের নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ এনসিপি নেতার আবেদনে সিংড়া পৌরসভা পেল ৪০ লক্ষ টাকার বরাদ্দ হাটিকুমরুল প্রেসক্লাবের কমিটি গঠন: সভাপতি জাকির, সম্পাদক মোর্শেদ সিংড়ার গ্রাম-গঞ্জে কম্বল বিতরন করছেন ইউএনও  বারবার একই ব্যক্তির প্রশিক্ষণ, বঞ্চিত অভিজ্ঞ সাংবাদিকরা : বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের প্রশিক্ষণ নির্বাচন নিয়ে প্রশ্ন হাতীবান্ধা সীমান্তে বিজিবি’র নতুন বিওপি উদ্বোধন

লক্ষীপুর রায়পুরে মোটরসাইকেল দুর্ঘটনায় অসুস্থ শতবর্ষী বৃদ্ধের মৃত্যু — তথ্য গোপন করে হত্যা মামলা দায়ের

Reporter Name / ১০৪ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

 

মোখলেছুর রহমান ধনু, নিজস্ব  প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পরে মোটরসাইকেল দুর্ঘটনা অসুস্থ হয়ে আবু হামেশ ঢালী (১১০) নামে এক শতবর্ষী বৃদ্ধের মৃত্যুর তথ্য গোপন করে হত্যা মামলা করা হয়েছে। নিহতের ছেলে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম সম্পত্তি দখল করতে ভাবি-ভাতিজা ও ভাতিজিদের বিরুদ্ধে এ মামলা দায়ের করে। পুলিশের প্রভাব খাটিয়ে সে বিভিন্নভাবে তাদেরকে হয়রানি করছে ও হুমকি দিয়ে আসছে। স্থানীয় মোল্লারহাট বাজারে দোকানপাট দখলসহ বাড়িতে ঢুকতে দিচ্ছে না ভুক্তভোগীদের।

শনিবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রামের মোল্লারহাট এলাকায় ঢালী বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সেলিনা আক্তার এসব অভিযোগ করেন। এসময় তার ছেলে সোহেল সামাদ রুবেল, শওকত আকবর, মেয়ে খোদেজা আক্তার, মেয়ে জামাই ফয়েজ আহমেদ, ননদ রাজিয়া বেগম ও পারভিন আক্তার উপস্থিত ছিলেন।

এদিকে ১৬ জুন দায়েরকৃত মামলাটির তদন্তকারী কর্মকর্তা রায়পুরের হাজীমারা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ফারুক আহাম্মদ গত ৫ আগস্ট আদালতে প্রতিবেদন দাখিল করেন। এতে উল্লেখ করা হয় তদন্তকালে মামলায় অভযুক্ত সোহেল সামাদ রুবেল, শওকত আকবর পারভেজ, খোদেজা আক্তার সুমি, সেলিনা আক্তার, ফয়েজ আহম্মদের বিরুদ্ধে অভিযোগের কোন সত্যতা পাওয়া যায়নি। অন্যদিকে সড়ক দুর্ঘটনা আইনে ঘটনার সত্যতা প্রমাণ হওয়ায় অপর আসামি রাকিবের বিরুদ্ধে আদালতে বিচারের জন্য অভিযোগপত্র দাখিল করা হয়েছে। অপর ৫ অভিযুক্তকে অব্যহতি প্রদানের জন্য প্রার্থনা করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ফারুক আহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সেলিনা আক্তার বলেন, আমার শ্বশুর আবু হাশেম ঢালী গত ১০ জুন সকালে মোল্লারহাট বাজার থেকে বাড়িতে আসার সময় মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়। পরে তাকে লক্ষ্মীপুর, নোয়াখালী ও ঢাকায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনায় অসুস্থ হয়েই তিনি মারা যান। কিন্তু আমার দেবর শাহ আলম আমাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। আমার স্বামী একেএম সামছুল আলম মারা যাওয়ার পর আমাদের জমি-দোকানপাট দখল করে রেখেছে। এসব সম্পত্তি আত্মসাত করতেই আমাদেরকে মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে।

সেলিনার ছেলে সোহেল সামাদ রুবেল বলেন, মামলাটি সুষ্ঠু তদন্ত ও হয়রানি থেকে রেহাই পেতে আমরা পুলিশের আইজিপি, ডিআইজি ও কক্সবাজার জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। মামলা তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আমাদের বিরুদ্ধে কোন অভিযোগ পায়নি। এতে আমাদেরকে মামলা থেকে রেহাই দিতে আদালতে লিখিতভাবে জানিয়েছেন। কিন্তু শাহ আলম বিভিন্নভাবে আমাদেরকে হুমকি ধমকি দিয়ে আসছে। সে পুনরায় মামলাটি তদন্তের জন্য আদালতে আবেদন করে। মামলাটি এখন পিবিআই নোয়াখালীর তদন্তে রয়েছে।

মৃত আবু হাশেম ঢালীর মেয়ে রাজিয়া বেগম বলেন, আমার বাবা সড়ক দুর্ঘটনায় আহত হয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে ৬ দিন পর তিনি মারা যান। কিন্তু আমার ছোট ভাই সম্পত্তির জন্য একটি হত্যা মামলা করেন। সেখানে আমার ভাবি-ভাতিজি ও ভাতিজাদের আসামি করেছে।

এ ব্যাপারে বক্তব্য জানতে কক্সবাজার জেলা পুলিশে কর্মরত এসআই মো. শাহ আলমের মোবাইলফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর