কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া
কুষ্টিয়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। জেলার মিরপুর
উপজেলার কুর্শা ইউনিয়নের মাজিহাট গ্রামে পুকুরের পানিতে ডুবে আবু সাঈদ (২) নামের এক শিশুর মৃত্যু হয়। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৩ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আবু সাঈদ মাজিহাট গ্রামের তালপাড়ার মিঠুর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে খেলতে খেলতে আবু সাঈদ বাড়ির পাশে পুকুরে যায়। কিছু সময় পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে। পরে পুকুরের পানিতে ভেসে থাকতে দেখে নিহতের দাদা লতিফ আলী স্থানীয় জনগণের সহযোগিতায় তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দূর্ঘটনার খবর পেয়ে মোহাম্মদ মাহমুদুল হক মজুমদার, মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম ঘটনাস্থল পরির্দশন করেন। মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বলেন পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।








