নোয়াখালী বিভাগ দেওয়া উচিত এবং বিভাগ দিতেই হবে : জাতীয় নেতা আ স ম আবদুর রব
মোখলেছুর রহমান ধনু
নিজস্ব প্রতিবেদক
নোয়াখালী বিভাগের দাবিতে এবং কোন প্রকার গণ শুনানী ছাড়া নোয়াখালীকে পাশ কাটিয়ে যে ষড়যন্ত্র করা হয়েছে তার প্রতিবাদে প্রতিবাদ লিপিতে সংহতি জানিয়েছেন স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনকারী ও জাতীয় নেতা অ স ম আব্দুর রব।
৩০ অক্টোবর সন্ধ্যায় নোয়াখালী বিভাগ বাস্তবায়ন মঞ্চের উদ্যোগে সংগঠনের আহবায়ক সময় মুরাদের নেতৃত্বে আ স ম আবদুর রব এর সাথে দেখা করেন নোয়াখালী বিভাগ বাস্তবায়ন মঞ্চের নেতৃবৃন্দ।
এসময় নোয়াখালী বিভাগের পক্ষে নানান যুক্তি তুলে ধরেন নোয়াখালীর কৃতি সন্তান এবং বাংলাদেশের জাতীয় নেতা ও স্বাধীন দেশের প্রথম পতাকা উত্তোলনকারী আ স ম আব্দুর রব। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, নোয়াখালী বিভাগের জন্য আন্দোলন করতে হবে কেন? সকল কিছু বিবেচনা করে নোয়াখালী বিভাগ সরকার অনেক আগেই দেয়ার দরকার ছিল। কিন্তু তা না করে কেন এত ষড়যন্ত্র করা হচ্ছে!
দেশের সম্ভাবনাময়ী পর্যটনকেন্দ্র নিঝুম দ্বীপ, স্বর্ণদ্বীপ, ইকোনমিক জোন হিসেবে এবং দূরত্ব বিবেচনায় নোয়াখালীকে বিভাগ দেওয়া উচিত, দিতেই হবে।
তিনি দ্রুত সময়ের মধ্যে সরকারকে বৃহত্তর নোয়াখালীর যৌক্তিক দাবি এবং বাংলাদেশের উন্নয়নের লক্ষ্যে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জেলার নোয়াখালী ও তার আশপাশের জেলা সমূহকে সংযুক্ত করে দ্রুত নোয়াখালী বিভাগের জোর দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী বিভাগ বাস্তবায়ন মঞ্চের যুগ্ম আহবায়ক মোজাম্মেল হোসেন, সমন্বয়ক পারভেজ মোল্লা, গাজী জিহাদ, গাজী ফয়সাল, সমন্বয়ক সোহেল সহ আরও অনেকে।








