উল্লাপাড়ায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু
ফিরোজ আল আমিন
নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকের ধাক্কায় রঞ্জু আহমেদ (৩৫) নামে এক ব্যাটারিচালিত ভ্যানচালক নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ধোপাকান্দি ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রঞ্জু আহমেদ উল্লাপাড়া উপজেলার চড়িয়াশিকার দক্ষিণপাড়া গ্রামের ইয়াসিন আলীর ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, রঞ্জু মাছ বোঝাই ভ্যান নিয়ে উল্টো পথে সড়ক পার হওয়ার চেষ্টা করছিলেন। এসময় একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ভ্যানটি দুমড়েমুচড়ে যায়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।








