বিটিপি’র উদ্যোগে আকবরিয়া দরবার শরিফে তরিকত মাহফিল
এস এম জাহান ইমাম, স্টাফ রিপোর্টার:
ঢাকা: বাংলাদেশ তরিকত পরিষদ (বিটিপি)-এর উদ্যোগে গত বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ তারিখে ডেমরার চনপাড়া, আকবরিয়া দরবার শরিফে এক তরিকত মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চিস্তিয়া আকবরিয়া দরবার শরিফের পরিচালক শাহসুফী খাজা আলী আকবর চিস্তি-এর আয়োজনে অনুষ্ঠিত এই মাহফিলে সভাপতিত্ব করেন রূপগঞ্জ থানা বিটিপির সভাপতি শাহ সুফী আফসার উদ্দিন ভূঁইয়া।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিপি’র ভাইস প্রেসিডেন্ট আলহাজ শাহসুফী দ্বীন মোহাম্মদ চিস্তি নিজামী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিটিপি’র সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম চিস্তি, বার্তা সম্পাদক খাজা নিজামুদ্দিন চিস্তি এবং ডেমরা থানা বিটিপি সভাপতি সিদ্দিকুর রহমান আল কাদেরী সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
আলোচকবৃন্দ তরিকতপন্থীদের মধ্যে ঐক্য জোরদার করার উপর বিশেষ গুরুত্বারোপ করেন।
নাসিরুদ্দিন খোকন-এর পরিচালনায় মিলাদ ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।








