লংগদুতে কলেজ ছাত্র দলের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :
রাঙ্গামাটির লংগদুতে লংগদু সরকারি মডেল কলেজ ছাত্র দলের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গত ২৮ অক্টোবর লংগদু সরকারি মডেল কলেজ ছাত্র দলের সভাপতি মোঃ আহাদ মিয়া-র সভাপতিত্ব কলেজের নবাগত শিক্ষার্থীসহ শিক্ষার্থীদের পাঠ্য বিষয়ের পাশাপাশি সমসাময়িক বিষয় জ্ঞান অর্জনে উদ্বুদ্ধ করতে এই কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ ছাত্র দলের সিনিয়র সহসভাপতি নাজমুল হোসেন,
সহ সভাপতি মো হাবিব, সাধারণ সম্পাদক সাকিব ও সাংগঠনিক সম্পাদক শাবনি আক্তার প্রমুখ। শেষে কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।








