জয়পুরহাটে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মোঃ মিশিকুল মন্ডল
স্টাফ রিপোর্টার:
২০১৮ সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের ভিত্তিতে জন্ম নেওয়া রাজনৈতিক সংগঠন গণঅধিকার পরিষদ-এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ২০২১ সালের ২৬ অক্টোবর সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ‘গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ’— এই চার মূলনীতিকে ধারণ করে দলটি প্রতিষ্ঠিত হয়। এর মূল স্লোগান— “জনতার অধিকার, আমাদের অঙ্গীকার।”
গণঅধিকার পরিষদের সভাপতি হিসেবে রয়েছেন সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর এবং সাধারণ সম্পাদক রাশেদ খান। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে দলটি নির্বাচন কমিশনের নিবন্ধন পায় এবং প্রতীক হিসেবে পায় ‘ট্রাক’।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাট জেলা গণঅধিকার পরিষদের কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন দলীয় নেতাকর্মীরা।
সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলা গণ অধিকার পরিষদ এর যুগ্ম আহবায়ক মো:আ: হামিদ বাবু
এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব আমিনুল ইসলাম মাসুদ। তিনি বলেন, “আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ, কৃষকের ন্যায্য দাবি আদায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও মোদির আগমনবিরোধী আন্দোলনে গণঅধিকার পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মোদিবিরোধী আন্দোলনের সময় ছাত্র ও যুব অধিকার পরিষদের ৫৪ জন নেতাকর্মী কারাভোগ করেন।”
সভায় আরও বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা যুব অধিকার পরিষদের সভাপতি সুমন আহমেদ অভি। তিনি বলেন, “২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়েই গণঅধিকার পরিষদের জন্ম। যখন ভয় ও নিপীড়নের কারণে রাজপথে আন্দোলন করা কঠিন ছিল, তখন এই সংগঠনের নেতারা জনগণের অধিকার আদায়ের জন্য রাজপথে ছিলেন।
আনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ এর যুগ্ম সদস্য সচিব আরিফ ইসলাম,জেলা যুব অধিকার পরিষদ এর সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন,সাংগঠনিক সম্পাদক রায়হান কবির
জেলা যুব অধিকার পরিষদ এর সিনিয়র সহ সভাপতি শাহিন, সদর উপজেলা গণ অধিকার পরিষদের আহবায়ক মো. হয়রত আলী ও সদস্য সচিব মো. আব্দুর রউফ। এ ছাড়া আমদই ইউনিয়ন গণ অধিকার পরিষদের আহবায়ক মো. বিপ্লব হোসেন,কালাই উপজেলা যুব অধিকার পরিষদ এর দপ্তর সম্পাদক সাংবাদিক মো:সুমন মন্ডল
অনুষ্ঠানে জেলা ছাত্র, যুব ও গণঅধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতা-কর্মী, সাধারণ জনগণ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।








