শাজাহানপুরে ধানের শীষ প্রতীকে গণসংযোগ
নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়ার শাজাহানপুরে (শাজাহানপুর-গাবতলী) বগুড়া-৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলা খরনা ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির আয়োজনে গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও (শাজাহানপুর-গাবতলী) উপজেলা বিএনপির সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা মোর্শেদ মিল্টন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু শাহিন সানি, উপজেলা মহিলা দলের সভাপতি কোহিনুর আক্তার, খরনা ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান কাজল, আশেকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী সাকিদার, খোট্টাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান মতি, আড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, আমরুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাজা, থানা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন রঞ্জু, যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, খরনা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সভাপতি মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, বিএনপি নেতা ফারুক হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য বেলাল হোসেন বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুল ইসলাম আজাদ, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আজিজুল হক, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সোবহান পুটু, সাধারণ সম্পাদক নয়ন আহমেদ ভেটু, সাংগঠনিক সম্পাদক বাবলু মন্ডল, জেলা তাঁতী দলের সিনিয়র সহ-সভাপতি আজাদুর রহমান আজাদ, ছাত্রদল নেতা মেহেদী হাসান মাসুম, লিমন সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।








