শাজাহানপুরে নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ
নিরাপদ সড়ক চাই (নিসচা) শাজাহানপুর শাখার আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫। এ উপলক্ষে আজ সকালে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাইফুর রহমান।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই (নিসচা) শাজাহানপুর শাখার সভাপতি আলমগীর হোসেন।
সাধারণ সম্পাদক আনছার আলী, সহ-সাধারণ সম্পাদক আব্দুস সোবহান, প্রচার সম্পাদক বাবলু মন্ডলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
বক্তারা নিরাপদ সড়কের গুরুত্ব তুলে ধরে জনসচেতনতা বাড়ানোর ওপর জোর দেন এবং সড়ক দুর্ঘটনা রোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।








