কুষ্টিয়ার মিরপুরে কৃষক দলের লিফলেট বিতরণ
রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া
কুষ্টিয়ার মিরপুরে কৃষক দলের উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্য নিয়ে কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি কুষ্টিয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহিদুল ইসলামের নির্দেশে কুষ্টিয়ার মিরপুর উপজেলা কৃষক দল এ লিফলেট বিতরণ করেন। শনিবার বিকেলে মিরপুর ডাকবাংলো মোড়, নতুন বাজার, হাসপাতাল মোড় এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়। এ সময়ে উপজেলা কৃষকদলের আহ্বায়ক অ্যাডভোকেট খাইরুজ্জামান খাইরুল, সদস্য সচিব আব্দুল খালেক, পৌর কৃষকদলের সহ-সভাপতি রবিউল ইসলাম খান, উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক রনি আহম্মেদ, যুগ্মআহ্বায়ক শাহিনুর রহমান শাহিন, যুগ্মআহ্বায়ক আরিফুল রহমান পিকলু, যুগ্মআহ্বায়ক জিয়ারুল রহমান জিয়া, উপজেলা কৃষক দলের সদস্য জিল্লুর রহমান বাপ্পি, সুইট হাসান মিষ্টি, আলী আকবর, রাসেল আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।








