তাড়াশে পুকুর ভোগদখলের অভিযোগ: যুবদল নেতাদের পক্ষে আদিবাসীদের মানববন্ধন ও সংবাদ সম্মেলন
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে যুবদল নেতা রাজিব আহম্মেদ মাসুম ও শুকুর মির্জার বিরুদ্ধে পুকুর জোরপূর্বক ভোগদখলের ভিত্তিহীন অপ-প্রচারের তীব্র প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন গুড়পিপুল ছয়ঘাটি পুকুরের সুফলভোগী আদিবাসী নারী-পুরুষেরা।
বুধবার সকালে তাড়াশ প্রেসক্লাব হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন গুড়পিপুল ছয়ঘাটি সুফলভোগী পুকুরের সভাপতি নিরেশ চন্দ্র সেন।
লিখিত বক্তব্যে নিরেশ চন্দ্র সেন জানান, নিমগাছী সমাজভিত্তিক মৎস্যচাষ প্রকল্পের অধীনে গুড়পিপুল ছয়ঘাটি পুকুরটি উপজেলা মৎস্য অফিস থেকে ৩০ জুন ২০২৫ তারিখ পর্যন্ত বিধি মোতাবেক ডিসিআর (DCR) কেটে ৩০ জন সুফলভোগী সদস্যকে মৎস্য চাষের জন্য লিজ দেওয়া হয়।
তিনি বলেন, “আমরা গরীব সুফলভোগী সদস্য হওয়ায় ওই পুকুরে মাছ চাষে আমরা ব্যর্থ হই। ফলে সকল সুফলভোগী সদস্যদের সম্মতিক্রমে আমরা ওই পুকুরটি তাড়াশ যুবদল নেতা রাজিব আহম্মেদ মাসুম ও শুকুর মির্জার নিকট সাব-লীজ প্রদান করি। সাব-লীজ বাবদ প্রাপ্ত অর্থ সকল সুফলভোগী সদস্যদের মাঝে হিস্যানুযায়ী বন্টন করে দেওয়া হয়েছে।”
তবে, এলাকার বনমালি, তরনীকান্ত, মধূ, প্রান্ত ও ঈশ্বর নামের কিছু স্বার্থন্বেষী ব্যক্তি, যারা এই প্রকল্পের সুফলভোগী সদস্য নন, তারা ওই দুই যুবদল নেতার বিরুদ্ধে ভিত্তিহীন ও মিথ্যা অপ-প্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন নিরেশ চন্দ্র সেন।
সংবাদ সম্মেলনে সুফলভোগীরা যুবদল নেতাদের বিরুদ্ধে আনীত বিভ্রান্তিকর ও মিথ্যা অপ-প্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। পাশাপাশি তাঁরা ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক বিচারও দাবি করেন।
এদিকে, একই দাবিতে সকালে গুড়পিপুল ছয়ঘাটি পুকুরের সুফলভোগী আদিবাসী নারী-পুরুষেরা উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সামনে মানবন্ধন কর্মসূচিও পালন করেন।








