রামগড়ে কিশোর গ্যাংয়ের হামলায় আহত স্কুল কর্মচারী
মোঃ মাসুদ রানা, বিশেষ প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড়ে কিশোর গ্যাংয়ের হামলায় সরওয়ার হোসেন (৫০) নামে এক স্কুল কর্মচারী গুরুতর আহত হয়েছেন। তিনি রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী।
গত শুক্রবার (৩ অক্টোবর) রাতে স্কুল মাঠে গ্যাংয়ের প্রধান শাহাবুদ্দিনের নেতৃত্বে একদল কিশোর সরওয়ারের ওপর হামলা চালায়। স্থানীয় সূত্রে জানা গেছে, শাহাবুদ্দিন রামগড় পৌরসভার ৯নং ওয়ার্ডের জসিম উদ্দিন কসাইয়ের ছেলে।
সরওয়ার হোসেন জানান, রাতে স্কুল মাঠে শাহাবুদ্দিনকে দেখে জিজ্ঞেস করায় সে ক্ষিপ্ত হয়ে কিল-ঘুষি মারে এবং ফেলে দেয়। পরে শ্রমিক আমির হোসেন ঘটনাটি দেখে ফেললে হামলাকারীরা পালিয়ে যায়।
এর আগে গত ২৬ আগস্টও একই গ্যাং সরওয়ারের ওপর হামলা চালিয়েছিল বলে অভিযোগ রয়েছে। বর্তমানে তিনি রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, সরওয়ারের মাথা, বুক ও মুখে গুরুতর আঘাত লেগেছে। প্রয়োজন হলে তাকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।








