তাড়াশে ব্র্যাকের ‘স্বপ্নসারথী’ গ্রাজুয়েশন অনুষ্ঠান সম্পন্ন
ফিরোজ আল আমিন
নিজস্ব প্রতিনিধি:
”পার করেছি আঠোরো, পেরিয়ে যাব পাহাড়ও”—এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ)-এর উদ্যোগে ‘স্বপ্নসারথী গ্রাজুয়েশন অনুষ্ঠান ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে ব্র্যাক কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই কর্মসূচির মাধ্যমে সমাজের প্রান্তিক নারীরা আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ পাচ্ছেন এবং তাদের আইনি অধিকার সম্পর্কে সচেতন হচ্ছেন। অনুষ্ঠান শেষে গ্রাজুয়েশন সম্পন্নকারী নারীদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিরা।
ইউএনও নুসরাত জাহান ব্র্যাকের এমন উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও নারীর ক্ষমতায়ন, সামাজিক উন্নয়ন ও আইনি সুরক্ষায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।








